লাহোর: পাকিস্তানের পঞ্জাবে আট বছরের মেয়েকে ধর্ষণের পর জীবন্ত পুড়িয়ে দেওয়ার ঘটনায় বিক্ষোভ রাস্তায় রাস্তায়। লাহোর থেকে প্রায় ২০০ কিমি দূরে চিচাওয়াতনি জেলার বাসিন্দারা কয়েক ঘন্টা নৃশংস ঘটনার প্রতিবাদে মূল জি টি রোড অবরোধ করেন।
পুলিশ জানিয়েছে, চিচাওয়াতনির গার্লস হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির পড়ুয়া মেয়েটি গত রবিবার মিষ্টি কিনতে বাড়ি থেকে বেরিয়েছিল। বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও না ফেরায় তার খোঁজ করতে বেরয় বাড়ির লোকজন, প্রতিবেশীরা। মেয়েটিকে একটি পরিত্যক্ত রাস্তায় অচেতন অবস্থায় পাওয়া যায়। সারা শরীরে আগুনে পুড়ে যাওয়ার দাগ। তাকে সঙ্গে সঙ্গে চিচাওয়ানির তহসিল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় লাহোরের জিন্না হাসপাতালে। মেয়েটির শরীরের ৭০ শতাংশের বেশি পুড়ে গিয়েছিল, ডাক্তাররা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি বলে জানান হাসপাতালের মুখপাত্র।
পুলিশ কর্তা আতিফ ইকরাম সাংবাদিকদের জানান, পুলিশ এক সন্দেভাজনকে গ্রেফতার করেছে। তাকে জেরা করা হচ্ছে। এ কথা জানার পর সাময়িক বিক্ষোভ তুলে নেওয়া হয়।
পাক পঞ্জাবে ইদানিং ধর্ষণ বেড়ে গিয়েছে। সেখানকার কাসুরে সাত বছরের এক মেয়ের ধর্ষণ, খুনের ঘটনায় ব্যাপক শোরগোল হয় কয়েক মাস আগে।
মিষ্টি কিনতে বেরিয়েছিল, পাকিস্তানের পঞ্জাবে ধর্ষণের পর জ্বালিয়ে দেওয়া হল ৮ বছরের মেয়েকে
Web Desk, ABP Ananda
Updated at:
10 Apr 2018 08:32 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -