পার্কসবুর্গ: আমেরিকার পেনিসিলভানিয়ার এক ৮৮ বছরের বৃদ্ধা উপস্থিত বুদ্ধির জেরে ধর্ষণের হাত থেকে রেহাই পেলেন। হেলেন রেনল্ড নামে ওই বৃ্দ্ধা এমনটাই দাবি করেছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, গত ১৭ ফেব্রুয়াকি বিকেলে তাঁর পার্কসবুর্গের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে এক দুষ্কৃতী। সে ওই বৃদ্ধার পার্সে থাকা ৪০ ডলার নিয়ে নেয়। এরপর ওই বৃ্দ্ধাকে যৌন নিগ্রহ করার চেষ্টা করে।তখন রেহাই পাওয়ার জন্য হেলেন দুষ্কৃতীকে মিথ্যে কথা বলেন। তিনি বলেন, তাঁর স্বামী এইডস রোগে মারা গিয়েছেন। তাঁর শরীরেও ভাইরাস রয়েছে। এ কথা শুনে চম্পট দেয় ওই দুষ্কৃতী।
এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
উল্লেখ্য, গত মাসেই চেস্টারে ৭২ বছরের এক বৃদ্ধাকে বাড়িতে বেঁধে একটি পরিত্যক্ত ঘরে ঢুকিয়ে দেওয়া হয়। চারদিন পর তাঁকে উদ্ধার করা হয়। এই ঘটনায় ১৭ বছরের এক কিশোরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।সেই ঘটনার সঙ্গে পার্কসবুর্গের ঘটনার যোগ নেই বলে জানানো হয়েছে।
এইডস আক্রান্ত দাবি করে ধর্ষণ থেকে রেহাই পেলেন বৃদ্ধা
ABP Ananda, web desk
Updated at:
04 Mar 2017 11:47 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -