৯/১১ জঙ্গি হামলার ১৫তম বর্ষপূর্তি, স্মরণ আমেরিকায়
Web Desk, ABP Ananda | 11 Sep 2016 11:48 AM (IST)
ওয়াশিংটন, নিউইয়র্ক ও নয়াদিল্লি: শ্রদ্ধা ও শোকের আবহে আমেরিকায় পালিত হচ্ছে ৯/১১ জঙ্গি হামলার ১৫তম বর্ষপূর্তি। বিভিন্ন জায়গায় নিহতদের আত্মার শান্তি কামনা করে চলছে প্রার্থনা, স্মরণসভা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর। ভয়ঙ্করতম জঙ্গি হামলার সাক্ষী হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ১৯ আল-কায়দা আত্মঘাতী জঙ্গি ৪টি বিমান অপহরণ করে। দুটি বিমান ভেঙে পড়ে নিউইর্কের বিখ্যাত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে, একটি ওয়াশিংটনের পেন্টাগনে এবং তৃতীয়টি পেনসিলভানিয়াতে। এই হামলায় প্রায় ৩ হাজার মানুষ মারা গিয়েছিলেন। জানা গিয়েছে, রবিবার সকালে (মার্কিন সময় অনুযায়ী) পেন্টাগনে বক্তৃতা দেবেন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেখানে তিনি এক-মিনিটের নীরবতা পালন করবেন বলে জানানো হয়েছে। অন্যদিকে, হামলায় যাঁরা নিহত হয়েছিলেন, নিউইর্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ধ্বংসস্তূপের জায়গায় তৈরি নতুন বহুতলের সামনে তাঁদের নাম পড়ে শোনানো হবে। এর আগে, ওবামা শনিবার বলেছিলেন, আমাদের মনে সেদিনের দগদগে ঘা আজও তাজা। প্রতিবারের মত এবারও আমরা সেই হারিয়ে যাওয়া আত্মাদের স্মরণ করব। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য বর্তমানে সরগরম মার্কিন মুলুক। ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিন্টনের মধ্যে জোর লড়াইয়ের আবহ রয়েছে। কিন্তু, এদিন সম্ভবত দুই শিবিরকেই পাশে দেখা যাবে নিউইয়র্কের স্মরণসভায়। অন্যদিকে, এদিন নয়াদিল্লিতে ৯/১১ জঙ্গি হামলাকে স্মরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্যুইটারে মোদী লেখেন, আজকের দিনটায় দুটো পৃথক ছবি মনে ভেসে ওঠে। একদিকে, ২০০১ সালে জঙ্গি হামলার কথা। সেখানে নিহতদের আত্মার শান্তি কামনা করছি। অন্যদিকে, ১৮৯৩ সালে এই দিনেই শিকাগো সম্মেলনে বক্তৃতা রেখে বিশ্বের মন জয় করেছিলেন স্বামী বিবেকানন্দ।