নয়াদিল্লি: পাক-আফগান ট্রানজিট বাণিজ্যে ভারতকে অংশীদার করার ব্যাপারে আফগান প্রেসিডেন্ট আশরফ গনির প্রস্তাব উড়িয়ে দিল পাকিস্তান। ইসলামাবাদ দাবি করেছে, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ ও অন্যান্য নানা ইস্যুর কথা মাথায় রেখে এই প্রস্তাব মানতে পারবে না তারা। ওই ট্রানজিট বাণিজ্য চুক্তি অনুয়ায়ী আফগান ব্যবসায়ীরা ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে তাঁদের জিনিসপত্র নিয়ে যেতে পারেন কিন্তু ভারতীয় জিনিস নিয়ে তাঁদের ফিরে আসার অধিকার নেই।
এই ইস্যুতে পাক-আফগান সম্পর্কের শীতলতা আরও বাড়তে পারে, কারণ আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি ইতিমধ্যেই হুমকি দিয়েছেন, দিল্লিকে যদি ওই চুক্তির অংশীদার করা না হয়, তাহলে আফগানিস্তানের রাস্তা ধরে পাকিস্তান মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে যে বাণিজ্য করে, তা আটকে দেবেন তাঁরা।
দিল্লি আগেই জানিয়ে দিয়েছে, তারা এই আফগানিস্তান-পাকিস্তান ট্রেড অ্যান্ড ট্রানজিট এগ্রিমেন্টের অংশ হতে আগ্রহী। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ইসলামাবাদে গতবারের হার্ট অফ এশিয়া মন্ত্রিপর্যায়ের বৈঠকে গিয়ে পরিষ্কার করে দেন এ কথা। কিন্তু পাকিস্তানের আচরণে আগে থেকেই স্পষ্ট ছিল, তারা ভারতকে এই চুক্তির অংশ করতে আগ্রহী নয়। আর এখন কাশ্মীর ইস্যুতে ভারত-পাক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকায় বিষয়টি আরও জটিল হয়ে পড়েছে।
তবে ভারতকে এই ট্রানজিট চুক্তির অংশীদার না করায় আফগানিস্তান যদি সত্যি সত্যিই মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে পাকিস্তানের বাণিজ্য আটকে দেয়, তবে ঘোর সমস্যায় পড়বে তারা।
জানা গেছে, আফগানিস্তানকে পাশ কাটিয়ে পাকিস্তান তাজিকিস্তান যাওয়ার জন্য অন্য রাস্তা ধরার চিন্তা করছে। চিন-পাকিস্তান ইকোনমিক করিডোরে কিরগিজস্তান ও তাজিকিস্তানকেও সঙ্গী করার চেষ্টা করছে তারা, যাতে কাবুলকে এড়িয়ে মধ্য এশিয়ার সঙ্গে পাকিস্তানের সংযোগ স্থাপন করা যাবে।
কাবুলের সঙ্গে ট্রানজিট বাণিজ্যে ভারতকে অংশ করা যাবে না, আফগানিস্তানকে পাকিস্তান
ABP Ananda, Web Desk
Updated at:
11 Sep 2016 10:12 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -