সান দিয়েগো: বিশ্বজুড়ে করোনাভাইরাসের দাপট আতঙ্ক ছড়িয়েছে। মারণ এই ভাইরাসের মোকাবিলায় একযোগে লড়াই করছে সমগ্র বিশ্ব। এই লড়াইয়ে একেবারে সামনের সারিতে রয়েছেন স্বাস্থ্যকর্মীরা। যেখানে আতঙ্ক ও ভয় ছড়িয়েছে, সেখানে প্রত্যেকদিন তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের জীবন সুরক্ষিত করতে এগিয়ে আসছেন। এরইমধ্যে আক্রান্তদের মুখে হাসি ফোটাতে চেষ্টার কোনও খামতি নেই এই অকুতোভয় যোদ্ধাদের।
এরইমধ্যে আমেরিকার স্ক্রিপস মার্সি হসপিটাল সান দিয়েগো-র এক চিকিত্সক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছেন। ওই চিকিত্সকের নাম রবার্টিনো। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে তাঁকে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইমেন্ট (পিপিই) পরা অবস্থায় দেখা গিয়েছে। সংক্রামক রোগের চিকিত্সায় নিযুক্ত চিকিত্সকরা এমন পোশাক তো পরে থাকেন। কিন্তু রবার্টিনোর ছবির বিশেষত্ব সোশ্যাল মিডিয়ার মন কেড়ে নিয়েছে। তাঁর হাসি মুখের ছবি সবার নজর কেড়েছে। হ্যাজমেট স্যুটের সামনে নিজের একটি ছবি ল্যামিনেট করে সেঁটে নিয়েছেন। সঙ্গে নিজের পরিচয়।


এমনটা তিনি কেন করেছেন, তাও জানিয়েছেন রবার্টিনো। ক্যাপশনে তিনি লিখেছেন, গতকাল যখন এমার্জেন্সি রুমে পিপিই-তে মুখ ঢেকে ঢুকলাম, তখন আমার রোগীদের জন্য খুব খারাপ লাগল।  রোগীদের সামনে আশ্বাসের হাসি বড় ফারাক গড়ে দিতে পারে। তাই আজ আমি আমার পিপিই-র জন্য বড় একটা ল্যামিনেট করা ব্যাজ তৈরি করলাম। এতে আমার রোগীরা অন্তত একটা আশ্বাস ও স্বস্তিদায়ক হাসি দেখতে পাবেন।
ওই ল্যামিনেট করা ব্যাজে রয়েছে ক্যামেরার সামনে রবার্টিনোর হাসির ছবি। তাঁর নাম ও বিশেষত্বও লেখা রয়েছে ওই ব্যাজে।
চিকিত্সক রবার্টিনোর এই সহৃদয়তায় উচ্ছ্বসিত সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে সঙ্গে তাঁর পোস্ট ছড়িয়ে পড়ে বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্টের দেওয়ালে দেওয়ালে।
আর শুধু তাই নয়, মার্কিন মুকুলের অন্যান্য হাসপাতালের চিকিত্সকরাও রবার্টিনোর এই উদ্ভাবনী দৃষ্টান্ত সাদরে গ্রহণ করেছেন। ডেরেক ডিভল্ট নামে এক নার্স ও তাঁর সহকর্মীরা পিপিই-তে নিজেদের হাসি মুখের ছবির ব্যাজ সেঁটে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন।