‘অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই, আমরা আরও কঠোর’, বললেন ট্রাম্প
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Apr 2020 08:55 AM (IST)
করোনাভাইরাসের দাপটে বিপর্যস্ত আমেরিকা। এই অতি সংক্রামক ভাইরাস মোকাবিলায় সার্বিক প্রচেষ্টা চালাচ্ছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশ অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করছে।
NEXT
PREV
ওয়াশিংটন: করোনাভাইরাসের দাপটে বিপর্যস্ত আমেরিকা। এই অতি সংক্রামক ভাইরাস মোকাবিলায় সার্বিক প্রচেষ্টা চালাচ্ছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশ অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করছে। তিনি বলছেন, অদৃশ্য শত্রু সম্পর্কে আমরা অনেক কিছু জানছি। তা কঠিন ও ধূর্ত। কিন্তু আমরা কঠিনতর এবং চৌকশ।
করোনাভাইরাস অতিমারি মোকাবিলা সংক্রান্ত হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ের আগে ট্রাম্প ট্যুইট করে এ কথা বলেছেন।
করোনা সংকট বড়সড় ধাক্কা দিয়েছে আমেরিকাকে। সারা দেশজুড়ে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। গত রবিবারই পদস্থ আধিকারিকরা সতর্ক করে বলেছেন, সামনের সপ্তাহ খুবই কঠিন। এরইমধ্যে মৃত্যুর সংখ্যা যত্সামান্য কমায় আশার একটা ক্ষীণ আলোও দেখা দিয়েছে।
করোনা সংক্রমণে সবচেয়ে বেশি আঘাত হেনেছে নিউইয়র্কে। সেই নিউইয়র্কে গত এক সপ্তাহের মধ্যে প্রথমবার গত রবিবার আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা সামান্য কমেছে। কিন্তু মৃতের সংখ্যা ছিল প্রায় ৬০০। নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৭,৩০০-র বেশি।
পরে হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, এটা হয়তো ভালো লক্ষ্মণ। তিনি আরও বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির চেষ্টা চলছে। এখন দেখা যাক কী হয়।
তবে এ ব্যাপারে নির্দিষ্টভাবে কিছু বলেননি তিনি।
ভাইরাসের নয়া ভরকেন্দ্র হয়ে উঠেছে লুইসিয়ানা। মৃতের সংখ্যা বেড়ে ৫০০-তে পৌঁছেছে। নতুন করে ১৩ হাজার জন আক্রান্ত। আগামী বৃহস্পতিবারের মধ্যেই ভেন্টিলেটরের অভাব দেখা দিতে পারে বলে জানিয়েছেন গভর্নর।
পেনিসিলভানিয়া, কোলোরাডো ও ওয়াশিংটন, ডিসি-তেও আক্রান্তের সংখ্যা উর্দ্ধমুখী।
ওয়াশিংটন: করোনাভাইরাসের দাপটে বিপর্যস্ত আমেরিকা। এই অতি সংক্রামক ভাইরাস মোকাবিলায় সার্বিক প্রচেষ্টা চালাচ্ছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশ অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করছে। তিনি বলছেন, অদৃশ্য শত্রু সম্পর্কে আমরা অনেক কিছু জানছি। তা কঠিন ও ধূর্ত। কিন্তু আমরা কঠিনতর এবং চৌকশ।
করোনাভাইরাস অতিমারি মোকাবিলা সংক্রান্ত হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ের আগে ট্রাম্প ট্যুইট করে এ কথা বলেছেন।
করোনা সংকট বড়সড় ধাক্কা দিয়েছে আমেরিকাকে। সারা দেশজুড়ে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। গত রবিবারই পদস্থ আধিকারিকরা সতর্ক করে বলেছেন, সামনের সপ্তাহ খুবই কঠিন। এরইমধ্যে মৃত্যুর সংখ্যা যত্সামান্য কমায় আশার একটা ক্ষীণ আলোও দেখা দিয়েছে।
করোনা সংক্রমণে সবচেয়ে বেশি আঘাত হেনেছে নিউইয়র্কে। সেই নিউইয়র্কে গত এক সপ্তাহের মধ্যে প্রথমবার গত রবিবার আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা সামান্য কমেছে। কিন্তু মৃতের সংখ্যা ছিল প্রায় ৬০০। নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৭,৩০০-র বেশি।
পরে হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, এটা হয়তো ভালো লক্ষ্মণ। তিনি আরও বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির চেষ্টা চলছে। এখন দেখা যাক কী হয়।
তবে এ ব্যাপারে নির্দিষ্টভাবে কিছু বলেননি তিনি।
ভাইরাসের নয়া ভরকেন্দ্র হয়ে উঠেছে লুইসিয়ানা। মৃতের সংখ্যা বেড়ে ৫০০-তে পৌঁছেছে। নতুন করে ১৩ হাজার জন আক্রান্ত। আগামী বৃহস্পতিবারের মধ্যেই ভেন্টিলেটরের অভাব দেখা দিতে পারে বলে জানিয়েছেন গভর্নর।
পেনিসিলভানিয়া, কোলোরাডো ও ওয়াশিংটন, ডিসি-তেও আক্রান্তের সংখ্যা উর্দ্ধমুখী।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -