কাবুল: কাবুলে সাম্প্রতিক বিস্ফোরণে নিহত পুলিশকর্মী আহমেদ সালাঙ্গির মৃত্যুর খবর পেয়ে শোকে তাঁর মা বিবি হাজিরও মৃত্যু হল। ছেলের মৃত্যুর খবর পাওয়ার আধঘণ্টার মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি। ফলে এই পরিবারে শোক দ্বিগুণ হয়ে গিয়েছে।
নিহত পুলিশকর্মীর ছোট ভাই সৈয়দ আগা বলেছেন, ‘আমার এক ভাই মুজাহাদিন ছিল। তালিবানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সে মারা যায়। অন্য এক ভাই রোগে ভুগে মারা গিয়েছে। আমি জানতাম মা এই শোক সহ্য করতে পারবেন না। তিনি আহমেদের খবর জানার জন্য দরজায় দাঁড়িয়েছিলেন। কিন্তু আমি তাঁকে কিছু বলিনি। দুঃখের খবরটা মায়ের কাছ থেকে লুকোতে চাইছিলাম। কিন্তু আমি বেশিক্ষণ চুপ করে থাকতে পারিনি। আমাকে কাঁদতে দেখে মা বুঝে যান কী হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার আধঘণ্টার মধ্যেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।’
কাবুলের উত্তরে পারওয়ান প্রদেশে মা-ছেলের শেষকৃত্য একসঙ্গে করা হয়েছে। আহমেদের আত্মীয়-প্রতিবেশীরা প্রত্যেকেই শোকাহত। আহমেদের তুতো ভাই ফরিদ সালঙ্গি বলেছেন, মা-ছেলের কফিন পাশাপাশি দেখে কেউই চোখের জল সামলাতে পারেননি। তবে সৈয়দ বলছেন, তাঁদের দেশে এই ধরনের ঘটনা নতুন নয়।
কাবুলে বিস্ফোরণে নিহত পুলিশ সন্তান, খবর পেয়ে মৃত্যু মায়ের
Web Desk, ABP Ananda
Updated at:
07 Sep 2016 01:56 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -