স্যান ফ্রান্সিসকো: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই প্রতিক্ষার অবসান হতে চলেছে। ভারতীয় সময় অনুযায়ী আজ রাত মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোয় প্রকাশ্যে আসতে চলেছে অ্যাপলের আইফোন সেভেন এবং আই ওয়াচ ২। অ্যাপল সংস্থা নতুন ট্যুইটার অ্যাকাউন্ট খুলেছে। মনে করা হচ্ছে, ট্যুইটারে আইফোন ও ঘড়ির নতুন সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানের ছবি ও বিবরণ দেওয়া হবে। সারা বিশ্বের অ্যাপলপ্রেমীরা এই অনুষ্ঠানের দিকে তাকিয়ে।
মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ আজ থেকেই নতুন আইফোন এবং ঘড়ি কেনার সুযোগ পেলেও, ভারতের মানুষকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এ মাসের ২৬ তারিখ থেকে ভারতে পাওয়া যাবে অ্যাপলের এই দুটি নতুন পণ্য। ভারতের বাজারে আইফোন সেভেনের দাম হতে পারে ৬৩ হাজার টাকা।
আজ রাতে উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাপলের পক্ষ থেকে প্রধান দায়িত্বে থাকবেন সংস্থার সিইও টিম কুক। তিনিই নতুন পণ্যের উদ্বোধন করবেন। তার আগে একঝলকে দেখে নেওয়া যাক, আইফোন সেভেন-এ কী কী নতুন সুবিধা পাওয়া যাবে।
আইপ্যাড প্রো রেঞ্জের মতোই এবার থেকে আইফোনেও লেসার বেসড প্রক্সিমিটি সেন্সর থাকছে। মেমোরি স্টোরেজ দ্বিগুণ হয়ে যাচ্ছে। ক্যামেরা আরও উন্নত হচ্ছে। ওয়াইড অ্যাঙ্গল, টেলিফোটো লেন্স, এলইডি ডাবল ফ্ল্যাশের সাহায্যে কম আলোতেও ভাল ছবি তোলা যাবে। ৩.৫ মিলিমিটার ইয়ারফোন জ্যাক আর থাকছে না। তার বদলে ইয়ারপড এবং হেডফোন অ্যাডপটর থাকছে। সেকেন্ড এক্সটারনাল স্পিকার এবং ইন্টিগ্রেটেড অ্যাম্পলিফায়ারও থাকছে। নতুন এই ফোন জল-নিরোধক। আইফোন সেভেন-এ থাকছে ২ জিবি র্যাম এবং আইফোন সেভেন প্লাস-এ ৩ জিবি র্যাম। নতুন দুটি রংয়ে পাওয়া যাবে আইফোন সেভেন।
অ্যাপলের নতুন ঘড়ি আই ওয়াচ ২ নিয়েও আগ্রহ তুঙ্গে উঠেছে। জরুরি সাহায্য পাওয়ার জন্য এসওএস ফিচার্স, জিপিএস ট্র্যাকার সহ বিভিন্ন নতুন সুবিধা পাওয়া যাবে এই ঘড়িতে।
আজ রাতে আমেরিকায় লঞ্চ হচ্ছে আইফোন ৭, আই ওয়াচ ২
Web Desk, ABP Ananda
Updated at:
07 Sep 2016 11:47 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -