ঢাকা: বাংলাদেশের ঢাকার বাসিন্দা ১৭ বছরের কিশোর মাহমাদুল হাসান মারুফ বর্তমানে হাসপাতালে ভর্তি। অ্যাসিড হামলার ফলে তার মুখ বিকৃত হয়ে গিয়েছে।
খবরে প্রকাশ, গত ১৫ মার্চ রাতে, বন্ধুদের সঙ্গে যখন ফিরছিল মাহমাদুল, তখন ১৬ বছরের এক কিশোরী তার মুখে অ্যাসিড ছুঁড়ে মারে।
অভিযোগ, মেয়েটির প্রেমের প্রস্তাব নাকচ করে দিয়েছিল মাহমাদুল। কিন্তু, তারপরও, বেশ কয়েকমাস ধরে মাহমাদুলকে অনুসরণ করছিল কিশোরী।
হামলার পরের দিনই কিশোরী ও তার মাকে গ্রেফতার করেছে পুলিশ। চিকিৎসকরা জানান, মাহমাদুলের মুখে চিরকালের জন্য বিকৃত হয়ে যাবে। এখন, তার গাল থেকে চামড়া খসে যেতে শুরু করেছে।
প্রসঙ্গত, বাংলাদেশে অ্যাসিড হামলা নতুন নয়। তবে, পরিসংখ্যান বলছে, ১৯৯০ সাল থেকে এই হামলার হার মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে।