কাবুল: আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী জঙ্গি হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হল। আজ শিয়াদের একটি ধর্মস্থানে যাওয়ার রাস্তায় বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী জঙ্গি। এই হামলায় জখম হয়েছেন অন্তত ১৮ জন।
আজ পার্সি নববর্ষ। আফগানিস্তানে এই দিনটি জাতীয় ছুটি। সংখ্যালঘু শিয়ারা এই দিনটিতে ধর্মস্থানে গিয়ে প্রার্থনা করেন। জঙ্গিরা এই উৎসবের দিনটিকেও ছাড় দেয়নি। কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত এই হামলার দায়স্বীকার করেনি। তবে সন্দেহ করা হচ্ছে, আইএস-ই হামলা চালিয়েছে।
আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র নাসরাত রাহিমি জানিয়েছেন, ওই আত্মঘাতী জঙ্গি হেঁটেই এসেছিল। পুলিশকর্মীরা তাকে চিহ্নিত করতেই সে নিজেকে উড়িয়ে দেয়। সেই সময় সেখানে কয়েকশো মানুষ ছিলেন। ফলে হতা-হতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পার্সি নববর্ষে কাবুলে আত্মঘাতী হানায় হত ২৬
Web Desk, ABP Ananda
Updated at:
21 Mar 2018 03:20 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -