করাচিতে আফগান দূতাবাসে গার্ডের গুলিতে খুন কূটনীতিক
Web Desk, ABP Ananda | 06 Feb 2017 09:14 PM (IST)
ফাইল ছবি
করাচি: পাকিস্তানে খুন আফগানিস্তানের কূটনীতিক। বন্দর শহরে আফগান কনস্যুলেটের ভিতরে হায়াতুল্লাহ খান নামে এক নিরাপত্তারক্ষীর সঙ্গে বাকবিতণ্ডা হয় থার্ড সেক্রেটারি জাকি আবুর। হায়াতুল্লাহর ছোঁড়া গুলিতে নিহত হন জাকি। করাচি পুলিশের উচ্চপদস্থ এক কর্তা জানিয়েছেন, কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা ক্লিফটন এলাকার আফগান দূতাবাসের মর্মান্তিক ঘটনাটির সঙ্গে সন্ত্রাসবাদের সম্পর্ক নেই। কথাকাটাকাটির জেরে উত্তেজনার বশে মূহূর্তের ভুলে মেজাজ হারিয়ে আচমকা গুলি চালিয়ে বসেন ওই গার্ড। এর পিছনে কোনও আগাম পরিকল্পনা ছিল না। আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি, প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলেছি। এদিকে ঘটনার তদন্তে ইসলামাবাদের আফগান দূতাবাস ও পাক প্রশাসনের অফিসারদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। করাচিতে একটি টিমও পাঠিয়েছে আফগান বিদেশমন্ত্রক। এদিকে হায়াতুল্লাহকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। হায়াতুল্লাহও আফগান নাগরিক। পাকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত ওমর জাখিলওয়ালকে উদ্ধৃত করে দি এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ব্যক্তিগত বিরোধ থেকেই সম্ভবত ঘটনাটি ঘটেছে।