কাবুল : ফের বিস্ফোরণ আফগানিস্তানে। এবার কান্দাহারের শিয়া মসজিদে। বিস্ফোরণে কমপক্ষে ৩৭ জনের মৃত্যু এবং ৭০ জন জখম হয়েছেন বলে জানা গেছে হাসপাতাল সূত্রে।


টোলো নিউজ সূত্রের খবর, শহরের পুলিশ জেলা ১-এ রয়েছে ওই শিয়া মসজিদ। আজ, শুক্রবার সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণে অনেকের মৃত্যু হয়েছে। তবে প্রশাসনিকভাবে কিছু জানা যায়নি।


এদিকে দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে এর আগে গত ৮ অক্টোবর কুন্দুজ মসজিদে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল তার দায় নিয়েছিল আইএস। তাদের তরফে দাবি করা হয়েছিল, আত্মঘাতী বোমারু মহম্মদ এই কাজ করেছে। ওই মসজিদ শিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত । এই হামলার নিন্দা করেছিল তালিবান-নেতৃত্বাধীন আফগানিস্তান সরকার। 


প্রসঙ্গত, গত শুক্রবার উত্তর-পূর্ব আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে আত্মঘাতী জঙ্গি হামলায় অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছিল। কুন্দুজ প্রদেশের ডেপুটি পুলিশ চিফ দোস্ত মহম্মদ ওবাইদা জানিয়েছিলেন, ওই মসজিদে সেই সময় যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে বেশিরভাগ মানুষেরই মৃত্যু হয়েছে।


অগাস্টে মার্কিন সেনা ও ন্যাটোবাহিনী আফগানিস্তান ছাড়ার পর এটাই ছিল সবচেয়ে বড় জঙ্গি হামলা। তালিবান আফগানিস্তানের দখল নেওয়ার পর এর আগে কোনও জঙ্গি হামলায় এতজনের মৃত্যু হয়নি। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করে। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুতেরেজও কুন্দুজে এই জঙ্গি হামলার নিন্দা করেছিলেন। তিনি এক বিবৃতিতে জানিয়েছিলেন, ‘বিনা বাধায় ধর্মাচরণের অধিকার প্রয়োগ করতে যাওয়া নিরীহ মানুষের উপর জঙ্গি হামলা মানবাধিকার খর্ব করে। এটি আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত আইনেরও বিরোধী। এই জঙ্গি হামলার সঙ্গে জড়িতদের অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’


এক বিবৃতিতে ইউরোপিয়ান ইউনিয়নও এই জঙ্গি হামলার নিন্দা করে। ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়, ‘এই ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িতদের অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আইএস-খোরাসান এই জঙ্গি হামলার দায় স্বীকার করেছে। ওদের অবশ্যই সাজা দিতে হবে।’