ঢাকা: বাংলাদেশে দুর্গাপুজোর সময়ে কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী কয়েকটি মন্দির ক্ষতিগ্রস্ত করেছে বলে অভিযোগ। এই ঘটনা ঘিরে উত্তেজনার পরিপ্রেক্ষিতে দেশের ২২ টি জেলায় আধা সেনা মোতায়েন করতে হয়েছে।  কঠোর হাতে পরিস্থিতির মোকাবিলার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। এ কথা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


এই ঘটনায় কড়া ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েএ  কথা জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এই ঘটনার সঙ্গে যুক্তরা রেহাই পাবে না। হিংসায় জড়িতদের কঠোর শাস্তির আশ্বাস দিয়ে হাসিনা বলেছেন, দুর্গাপুজো প্যান্ডেলে হামলার ঘটনায় যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রশাসনকে দেওয়া হয়েছে।


দুর্গা পুজো উপলক্ষ্যে ঢাকায় ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত একটি অনুষ্ঠানে হাসিনা বলেছেন, কুমিল্লার ঘটনায় তদন্ত করা হচ্ছে। দোষীদের কেউই ছাড়া পাবে না। এ ধরনের হিংসা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। 


India Corona Update: দেশে কমল দৈনিক করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৬, ৮৬২


প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে অনলাইনে ঢাকেশ্বরী মন্দিরের অনুষ্ঠানে যোগ দেন। বাংলাদের স্বরাষ্ট্র বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, হিংসা মোকাবিলায়  ২২ জেলায় বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি)-র জওয়ানদের মোতায়েন করা হয়েছে। তিনি জানিয়েছেন, দেশের ৬৪ প্রশাসনিক জেলার ২২ টি ছাজডাও অন্য কোথাও যাতে হিংসা ছড়িয়ে না পড়ে সেজন্য বিজিবি-র সঙ্গে আরএবি ও সশস্ত্র পুলিশ বাহিনীও মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।


গত বুধবার কুমিল্লা সীমানা সংলগ্ন চাঁদপুর হাজিগঞ্জ উপজেলায় পুলিশ ও হামলাকারীদের সংঘর্ষে তিন জনের মৃত্যু হয় বলে অভিযোগ। পরে আরও একজনের মৃত্যু হয়। প্রশাসনিক আধিকারিকরা হাজিগঞ্জে শোভাযাত্রা নিষিদ্ধ করেছেন। এখানে গুলির আঘাতে চার জনের মৃত্যুর কথা জানানো হয়েছে। আধিকারিক সূত্রে খবর, আরও দুজন গুরুতর জখম হয়েছে।


পুলিশ জানিয়েছে, তাদের কয়েকজন অফিসারও জখম হয়েছেন। কারণ, দুষ্কৃতীরা পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের ওপর হামলা  চালায়, গাড়িও ভাঙচুর করে। তবে পুলিশি পদক্ষেপের কারণে কোনও মৃত্যু হয়েছে কিনা, তা স্পষ্ট করে জানানো হয়নি।  পুরো ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।