কাবুল: কাবুলের আকাশে ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে রকেট। কোথায় নিশানা, কোথা থেকে ছোড়া হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। ফলে বাড়ছে আতঙ্ক। গতকালই আমেরিকা দাবি করে, বিস্ফোরক বোঝাই আত্মঘাতী আইএস জঙ্গিদের গাড়ি মাঝ রাস্তাতেই ড্রোন হামলায় উড়িয়ে দেওয়া হয়েছে। 


রবিবার কাবুল বিমানবন্দরের কাছে জনবসতিপূর্ণ এলাকায় রকেট হামলা হয়েছিল। মৃত এক শিশু-সহ ছ’জন। আহত বেশ কয়েকজন। এদিনও সকাল থেকেই ঝাঁকে ঝাঁকে আফগানিস্তানের আকাশে রকেট উড়তে দেখা গিয়েছে। কোন লক্ষ্যে সেই রকেট ছোঁড়া হয়েছে তা এখনও জানা যায়নি। 


চারদিনের ব্যবধানেই রবিবার ফের বিস্ফোরণে কেঁপেছে কাবুল। রবিবার আফগানিস্তানের কাবুলে ড্রোন হামলায় শিশু-সহ বেশ কয়েকজন আফগান নিহত হয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে। রাজধানী শহরের বিমানবন্দরে হামলার প্রস্তুতি নিয়ে সন্দেহভাজন একটি ইসলামিক স্টেট আত্মঘাতী গাড়ি বোমা হামলাকারীকে হত্যা করেছে। 



সংবাদসংস্থা সিএনএন আত্মীয় এবং স্থানীয় সাংবাদিকের মন্তব্য উল্লেখ করে জানিয়েছে যে, কাবুলের একটি আবাসিক পাড়ায় একটি গাড়িকে লক্ষ্য করে ধর্মঘটে ছয় শিশু-সহ এক পরিবারের নয়জন সদস্য নিহত হয়েছে। সংবাদসংস্থাটি জানিয়েছে যে মৃতদের মধ্যে সবচেয়ে ছোট শিশুটি দুই বছরের একটি মেয়ে। 


রবিবারের ঘটনায় সংবাদমাধ্যম আলজারিরার দাবি, উত্তর কাবুলে একটি গাড়ি ও একটি বাড়িতে টার্গেট করে অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী।  মার্কিন সামরিক বিভাগ সূত্রে দাবি করা হয়,বড়সড় আত্মঘাতী হামলা চালানোর জন্য একটি গাড়িতে IS-খোরাসানের জঙ্গিরা কাবুল বিমানবন্দর দিকে যাচ্ছিল। রাস্তাতেই এয়ার স্ট্রাইক করে গাড়িটিকে আটকানো হয়।


এদিকে, প্রাক্তন আফগান দূত বলেন যে ভারতের বিরুদ্ধে লড়াই করতে পাকিস্তান তালিবানের জন্ম দিয়েছে। আফগানিস্তানের প্রাক্তন উপ-বিদেশমন্ত্রী এবং রাষ্ট্রসঙ্ঘে অ্যাম্বাসেডর রাষ্ট্রদূত মাহমুদ সায়াকাল শনিবার টুইট করে জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিতেই তালিবানের জন্ম দিয়েছে পাকিস্তান। অনেকেই তালিবানদের সঙ্গে জড়িত হওয়ার জন্য বিশ্বের সঙ্গে তদারকি করতে ব্যস্ত।"