কাবুল: আফগানিস্তানের রাজধানীতে তালিবানের কব্জায় রয়েছেন প্রায় ১৫০ জন ভারতীয়রা। এমন খবর প্রকাশ্যে আসার পরই চিন্তা বৃদ্ধি পায় ভারতে। জানা যায় তাঁদের মধ্যে বেশিরভাগই ভারতীয়। আটকদের মধ্যে রয়েছেন শিখ আফগানিরাও। এমনই দাবি আফগান সংবাদমাধ্যমের। যদিও শনিবারই সরকার জানায় যে কাবুলের সব ভারতীয় নাগরিক নিরাপদ আশ্রয় রয়েছে। সেখান থেকে উদ্ধারের জন্য অপেক্ষা করছেন তাঁরা।


সেই আশ্রয়ে তাঁদের দুপুরের খাওয়ার দেওয়া হয়েছিল এবং তাঁরা এখন এখন তারা কাবুল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে, সরকারি সূত্রের তরফে এমনটাই জানান হয়েছে সংবাদসংস্থা এএনআইকে। আফগানিস্তানে আটকে থাকা ভারতীয় নাগরিকদের ফেরাতে ভারতীয় বায়ুসেনার বিমান পাঠানো হয়েছে। সরকারি সূত্রের তরফে সংবাদসংস্থা এএনআইকে জানান হয়েছে যে বিমানটি জ্বালানি তেলের জন্য তাজিকিস্তানে অবতরণ করেছে বর্তমানে।


অপহরণের বেশ কয়েক ঘণ্টা পর অপহৃতদের মুক্তি দেওয়া হয়েছে বলে খবর সূত্রের। জিজ্ঞাসাবাদের পর অপহৃতদের মুক্তি দিয়েছে তালিবান। যদিও অপহরণের অভিযোগ প্রথমে অস্বীকার করে তালিবান। তারা দাবি করেছিল, সমস্ত ভারতীয়কে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের অপহরণ করা হয়নি। ভারতীয়দের নিয়ে তালিবান দাবি করে, তাঁদের বিমানবন্দরের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। তালিবানের পক্ষ থেকে দাবি করা হয়, দ্বিতীয় গেট দিয়ে ভারতীয়দের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে।


তালিবানের মুখপাত্র আহমদুল্লা ওয়াসিক ১৫০ জনের বেশি লোককে অপহরণের অভিযোগ অস্বীকার করে। উল্লেখ্য, আফগানিস্তানের দখল তালিবান নেওয়ার পর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারত সরকার সেখান থেকে দেশের নাগরিকদের ফিরিয়ে আনার কাজ চালাচ্ছে। যদিও আফগানিস্তানে এখনও আটকে রয়েছেন অনেক ভারতীয়ই। তাঁদের ফেরাতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে।


এর আগে ভারতের তরফে জানানো হয়, কাবুল বিমানবন্দরের টারম্যাকে বহু লোকের ভিড়। সেই কারণে সি-সেভেন্টিনের মতো বড় বিমান অবতরণ ও টেক অফে সমস্যা হচ্ছে। সেই কারণে তিনদিন ধরে তাজিকিস্তানে আটকে রয়েছে ভারতীয় বায়ুসেনার সি-সেভেন্টিন বিমান। এখনও কাবুলে আটকে দু’শোর বেশি ভারতীয়। দ্রুত তাঁদের দেশে ফেরাতে আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে আলোচনা চলছে ভারতের।