কাবুল: তালিবান কবে সরকার গঠন করবে তা এখনও নিশ্চিত নয়। তবে জল্পনা চলছে, আফগানিস্তানে সরকার গঠনে ইরানের মডেল অনুসরণ করতে পারে তালিবান। সেক্ষেত্রে সর্বেসর্বা হবেন সুপ্রিম লিডার। সেই পদে দেখা যেতে পারে তালিবান প্রধান হিবাতুল্লাহ্ আখুন্দজাদাকে। প্রধানমন্ত্রী হতে পারেন আবদুল গনি বরাদর কিংবা মোল্লা ইয়াকুব।
২০ বছরের যুদ্ধে ইতি টেনে, আফগানিস্তান ছেড়েছে আমেরিকা। দেশটা এখন তালিবানের হাতের মুঠোয়। ১৫ অগাস্ট কাবুলের পতনের পর ২ সপ্তাহ পেরিয়ে গেছে। আফগানিস্তানে এখনও নতুন সরকার গঠন করেনি তালিবান। আগামী সপ্তাহে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে তালিবানি থিঙ্কট্যাঙ্ক।
তাৎপর্যপূর্ণভাবে আফগানিস্তানে নতুন সরকার গঠনের ক্ষেত্রে ইরানি মডেল অনুসরণ করতে পারে তালিবান। এই মডেল কার্যকরী হলে, আফগানিস্তানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হবেন সুপ্রিম লিডার। জল্পনায় ভাসছে একটিই নাম। হিবাতুল্লাহ্ আখুন্দজাদা। তালিবান প্রধান।
সূত্রের দাবি, তালিবানের সুপ্রিম লিডার কাজ করতে পারেন কান্দাহার থেকে। রাজধানী কাবুল নয়। পাশাপাশি, সম্ভাব্য তালিবান সরকারের এগজিকিউটিভ ব্রাঞ্চের নেতৃত্বে থাকবেন প্রধানমন্ত্রী। তাঁর অধীনে থাকবে বিভিন্ন মন্ত্রক।
প্রধানমন্ত্রী পদের জন্য তালিবানের রাজনৈতিক শাখার প্রধান আবদুল গনি বরাদর এবং মোল্লা ইয়াকুবের নাম ভেসে বেড়াচ্ছে। শোনা যাচ্ছে আফগানিস্তানের ফিরিয়ে আনা হতে পারে ১৯৬৪-৬৫ সালের সংবিধান।
তালিবান শাসিত আফগানিস্তানের প্রধান বিচারপতির ভূমিকায় দেখা যেতে পারে আবদুল হাকিমকে। যিনি কাতারের রাজধানী-তে বসে বিভিন্ন সংগঠন বা দেশের সঙ্গে দর কষাকষির ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন।
সব চূড়ান্ত করতে কান্দাহারে গত ৪ দিন ধরে আলোচনা করেছে তালিবান। এদিকে, সূত্রের খবর, ঘনিষ্ঠ কারা তালিবান সরকারে জায়গা পায় সেদিকে নজর রাখছে পাকিস্তান। যাতে নিজেদের প্রয়োজনমতো তালিবানকে ব্যবহার করা যায়।
মার্কিন সেনা আফগানিস্তান ছাড়লেও, প্রয়োজনে সেখানে ফের ড্রোন হামলা চালানো হবে। আইএস খোরাসানকে হুঁশিয়ারি দিল পেন্টাগন। কাবুল হামলায় ১৩ জন মার্কিন সেনার মৃত্যুর ঘটনা স্মরণ করে পেন্টাগনের তরফে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে যে কোনও ধরনের হামলার মোকাবিলা করা হবে।
আইএস খোরাসানকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হুঁশিয়ারি, তোমাদের শিক্ষা দেওয়া এখনও শেষ হয়নি। যারা আমেরিকার ক্ষতি করার চেষ্টা করবে, তাদের খুঁজে বের করে আমরা মারব, এর জন্য তোমাদের চরম মূল্য চোকাতে হবে।