নয়াদিল্লি: ১৭০০ বছর আগের গন্ধর্ব যুগের বুদ্ধমূর্তি ভেঙে ফেলা হল পাকিস্তানের মারদান জেলায়। গৌতম বুদ্ধের একটি বিরল পূর্ণাবয়ব মূর্তি ভেঙে টুকরো টুকরো করে ফেলল নির্মাণ শ্রমিকরা। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বিরল মূর্তিটিকে এভাবে ভেঙে ফেলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। নয়াদিল্লির তরফে সংখ্যালঘু সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা সুনিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে ইসলামাবাদকে। জানা গিয়েছে, নির্বিচারে ধ্বংস করে ফেলা হল যে মূর্তিটিকে, সেটি ১৭০০ বছরের পুরনো। গন্ধর্ব সভ্যতার সময়ে গড়া হয়েছিল এটি। একটি কৃষিখামারের খনন কার্য চলাকালীন মূর্তিটি নজরে আসে। সন্দেহ করা হচ্ছে সেখানে এক মৌলবি এই ‘অ-মুসলিম’ মূর্তিটি ভেঙে ফেলতে বলেন নির্মাণ শ্রমিকদের। এ ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, ঘটনাটি ঘটেছে গত ১৮ জুলাই। একটি কৃষিখামারের জন্য খনন কার্য চলছিল। একটি বহু পুরনো বাড়ি ভাঙতে গিয়ে গন্ধর্ব শিল্পরীতিতে গড়া বুদ্ধমূর্তিটি দেখা যায়।এক মৌলবির নির্দেশে চারজন শ্রমিক লোহার প্রকান্ড হাতুড়ির আঘাতে ভেঙে ফেলে মূর্তিটি। ঘটনার তীব্র নিন্দা হয়েছে নানা মহলে। গয়া শহরের বৌদ্ধ সন্ন্যাসী-সহ দেশের নানা প্রান্তের মানুষ প্রতিবাদে সরব হয়েছেন।

শ্রীবাস্তব বলেন, বিষয়টি নিয়ে ভারতের পক্ষ থেকে আমরা উদ্বেগ প্রকাশ করেছি পাকিস্তানের কাছে। পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সাংস্কৃতিক ঐতিহ্য যেন আর নষ্ট না হয়, সেজন্য আমরা অনুরোধ জানিয়েছি।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের প্রত্নতত্ত্ব বিভাগের বিশেষ সংগ্রহশালার ডিরেক্টর আব্দুস সামাদ খান জানিয়েছেন, মূর্তির ভাঙা টুকরোগুলি এক জায়গায় এনে জড়ো করা হয়েছে। কিছু করা যায় কিনা দেখা হচ্ছে।