নয়াদিল্লি: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন। এবার পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারত-পাকিস্তানের পূর্ণাঙ্গ যুদ্ধের হুঁশিয়ারি দিলেন। তাঁর দাবি, দু’দেশের মধ্যে এটাই শেষ যুদ্ধ হবে।

পাকিস্তানের সংবাদমাধ্যমকে সেদেশের রেলমন্ত্রী বলেছেন, ‘রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ যদি কাশ্মীর সমস্যার সমাধান করতে চাইত, তাহলে এতদিনে গণভোট করে ফেলত। আমাদের অধিকৃত উপত্যকার মানুষের পাশে থাকতে হবে। মহরমের পর আমি ফের কাশ্মীরে যাব। অক্টোবর-নভেম্বরে ভারত-পাকিস্তানের যুদ্ধ হতে চলেছে। এটাই কাশ্মীরের স্বাধীনতার চূড়ান্ত লড়াই হবে।’

অন্যদিকে, পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি জানিয়েছেন, আগামী মাসে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় জোর করেই কাশ্মীরের বিষয়ে সরব হবেন ইমরান। জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার ভারতের অভ্যন্তরীণ বিষয় নয় বলেও দাবি করেছেন কুরেশি।