ওয়াশিংটন: পাকিস্তানকে জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনই জানালেন মার্কিন বিদেশ সচিব রেক্স টিলারসন। তিনি বলেছেন, ‘পাকিস্তান সরকারের সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। পাকিস্তানকে আমরা বোঝাচ্ছি, তাদের নিজেদের স্বার্থেই সন্ত্রাসবাদী সংগঠনগুলির সঙ্গে সম্পর্ক বদলাতে হবে। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা হলে পাকিস্তানই সবচেয়ে লাভবান হবে।’


সম্প্রতি ভারত, পাকিস্তান ও আফগানিস্তান সফরে এসেছিলেন টিলারসন। সন্ত্রাস দমনে পাকিস্তানের ভূমিকা প্রসঙ্গে মার্কিন কংগ্রেসে তিনি বলেছেন, ‘পাকিস্তানের দু’টি সীমান্তে অস্থিরতা আছে। একটি আফগানিস্তান সীমান্ত এবং অপরটি ভারত সীমান্ত। পাকিস্তানকে আগে নিজেদের দেশে স্থিতাবস্থা আনতে হবে। জঙ্গিরা যাতে পাকিস্তানে বহাল তবিয়তে থেকে অন্য দেশে হামলা চালাতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে। আমরা পাকিস্তানকে জঙ্গিদের বিষয়ে আরও তথ্য দিয়ে ওদের একটা সুযোগ দিতে চাইছি।’

পাকিস্তানকে জঙ্গি দমনের সুযোগ দিলেও, তারা যদি সেই সুযোগ কাজে না লাগায়, তাহলে তাদের দেশে শান্তি ও স্থিতাবস্থা ফিরবে না বলেই মনে করছেন টিলারসন। তাঁর মতে, হাক্কানি নেটওয়ার্ক, তালিবানের মতো জঙ্গি সংগঠনগুলিকে নিজেদের দেশে থাকতে দিয়ে পাকিস্তানের হয়তো সাময়িক লাভ হচ্ছে, তবে তাতে দীর্ঘমেয়াদী লাভ হবে না। তাই পাকিস্তানকেই জঙ্গি সংগঠনগুলির প্রতি মনোভাব বদলাতে হবে।