নিস, ফ্রান্স: নিস হামলাকে 'দানবীয়' হিসেবে বর্ণনা করে, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁর দাবি, এইমুহূর্তে সারা ফ্রান্স জুড়েই রয়েছে আইএস হানার আতঙ্ক।
জাতীয় দিবস ‘বাস্তিল ডে’ উদ্যাপন উপলক্ষে বৃহস্পতিবার রাতে বাজির প্রদর্শনী দেখতে নিসের সমুদ্র সৈকতে জড়ো হয়েছিল হাজারখানেক মানুষ। প্রদর্শনী শেষে তাঁরা যখন বাড়ি ফিরছিলেন, সেই সময়েই ভিড়ের মধ্যে হঠাত্ই একটি সাদা রঙের ট্রাক ঢুকে পড়ে। পুলিশ জানিয়েছে, ট্রাকে শুধুমাত্র চালকই ছিল, আর ট্রাকে গুলি-বারুদ ঠাসা ছিল। প্রথমে ট্রাক থেকে গুলি ছোড়া শুরু হয়। এর পরে ভিড়ের মধ্যে দিয়েই চালিয়ে দেওয়া হয় ট্রাক। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই বেশ কয়েক জনের প্রাণ যায়। ভিড়ের মধ্যে প্রচণ্ড গতিতে ছুটে আসা ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েন মানুষজন। তার চাকার তলায় পিষ্ট হয়ে মারা যান অনেকে। অনেকের দেহ টানতে টানতে অনেকটা দূরে নিয়ে যায় ট্রাকটি। এ ভাবে মানুষজনকে টেনেহেঁচড়ে প্রায় দু’কিলোমিটার নিয়ে যাওয়া হয়। তাতেও অনেকের মৃত্যু হয়েছে।
ঘটনার সময় উপস্থিত থাকা এক প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, হঠাত্ই জনবহুল রাস্তার মধ্যে ঢুকে পড়ে একটি ট্রাক। তারপর মুহূর্তে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় বহু মানুষের। নিমেষে রাজপথের দুপাশ জুড়ে সারবদ্ধ হয়ে পড়ে থাকতে দেখা যায় মৃত দেহ।
এই হামলার দায়ে এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন স্বীকার না করলেও, হামলার চেহারা দেখে সন্দেহ করা হচ্ছে আইএস জঙ্গি সংগঠনই এই হত্যালীলার নেপথ্যে রয়েছে। প্রসঙ্গত বৃহস্পতিবার আইএস-এর যুদ্ধমন্ত্রী শিশানি-র মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন আইএস। এই হামলা তার বদলা কি না তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে বিশ্ব জুড়ে। সারা ফ্রান্স জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
এর আগে ২০১৫ সালের নভেম্বরে প্যারিসে জঙ্গি হামলায় ১৩০ জনের মৃত্যু হয়েছিল।
নিস হামলার পর ফ্রাঁসোয়া ওলাঁর দাবি, সমগ্র ফ্রান্সেই রয়েছে আইএস হানার আতঙ্ক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Jul 2016 06:00 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -