ওই সাংবাদিক নির্দেশিকাটির ছবি টুইট করে পাঠিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খানকে।
ভারতীয়দের প্রতি বিদ্বেষ না হয় বোঝা গেল। কিন্তু এতদিনের অভিন্নহৃদয় বন্ধু পাকিস্তানের নাগরিকদের ব্যাপারে এয়ার চায়নার এই সতর্কতার কারণ স্পষ্ট নয়। অবশ্য এটা বহু দিন ধরেই পরিষ্কার, পাকিস্তানকে শুধু স্ট্র্যাটেজিক কারণে ব্যবহার করে চিন, তাদের সমান মর্যাদা দেয় না। উল্টে তাদের উদ্দেশ্য সম্পর্কে বেজিং যথেষ্ট সন্দিহান। জি ২০ চলাকালীন আয়োজক হ্যাংঝু শহরের কিছু হোটেলে পাক নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করে তারা।
মাসকয়েক আগে একটি কাপড় কাচা সাবানের বিজ্ঞাপনেও যেভাবে চিনা জাতিবিদ্বেষ প্রকটভাবে ধরা পড়েছিল, তারও উল্লেখ করেছেন ওই সাংবাদিক। তাতে দেখানো হয়, একজন কালো মানুষকে কালিঝুলি মাখিয়ে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে ওই সাবান দিয়ে কাচা হল। তারপর ফর্সা চিনা হয়ে বেরিয়ে এল সে। কয়েকটি পশ্চিমা সংবাদমাধ্যম বিজ্ঞাপনটিকে ‘সর্বকালের সেরা জাতিবিদ্বেষি বিজ্ঞাপন’ বলে আখ্যা দেয়।