কাশ্মীরে বিরামহীন সন্ত্রাস চালিয়ে ভারতের অর্থনীতিকে রক্তাক্ত করতে হবে, আল কায়েদা প্রধান জওয়াহিরির নতুন ভিডিও বার্তা, সমালোচনা পাকিস্তানের
Web Desk, ABP Ananda
Updated at:
10 Jul 2019 03:36 PM (IST)
পাক সেনা, সরকারকে ‘আমেরিকার সহযোগী’ আখ্যা দিয়েছে সে, দাবি করেছে যে, আফগানিস্তান থেকে ‘আরব মুজাহিদদের’ বহিষ্কারের পর পাকিস্তানই ‘ওদের কাশ্মীরের দিকে এগতে দেয়নি।‘
NEXT
PREV
নয়াদিল্লি: ভারতকে হুমকি আল কায়েদা শীর্ষ নেতা আয়মান আল জওয়াহিরির। ভারতকে টার্গেট করে তার এক নতুন ভিডিও-বার্তা প্রকাশ্যে এসেছে। তাতে কাশ্মীরের মানুষকে ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামার ডাক দিয়েছে সে। ওসামা বিন লাদেনের মৃত্যুর পর তাঁর সন্ত্রাসবাদী সংগঠন আল কায়েদার নেতৃত্ব পাওয়া জওয়াহিরির সর্বশেষ বার্তাটি প্রকাশ করেছে তাদের মিডিয়া শাখা আল সাহাব। বার্তার সঙ্গে আছে নিহত কাশ্মীরী সন্ত্রাসবাদী জাকির মুসার ছবি। মুসা ছিল আল কায়েদার ভারতীয় শাখা আনসার গাজওয়াত-উল-হিন্দ এর প্রতিষ্ঠাতা।
আরবী ও ইংরেজিতে বেরনো বার্তার শিরোনাম ‘ডোন্ট ফরগেট কাশ্মীর’ (কাশ্মীরকে ভুলে যেও না)। জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসবাদী কাজকর্ম চালানো শক্তিগুলির ভূয়সী প্রশংসা করেছে জওয়াহিরি। এই বার্তার মাধ্যমে সম্ভবত কাশ্মীরের জঙ্গিদের সমর্থন পাওয়াই তার লক্ষ্য বলে মনে করছে পর্যবেক্ষক মহল। তবে জওয়াহিরি বার্তায় পাকিস্তানেরও সমালোচনা করেছে। সন্ত্রাসবাদীদের ‘জেহাদি মুজাহিদ’ বলে সম্বোধন করে জওয়াহিরি তাদের পাকিস্তান সম্পর্কে সাবধান করে বলেছে, ‘কাশ্মীরি জেহাদ’ কর্মসূচিকে পাক গুপ্তচর এজেন্সিগুলির কব্জা থেকে বের করতে হবে তাদের।
পাক সেনা, সরকারকে ‘আমেরিকার সহযোগী’ আখ্যা দিয়েছে সে, দাবি করেছে যে, আফগানিস্তান থেকে ‘আরব মুজাহিদদের’ বহিষ্কারের পর পাকিস্তানই ‘ওদের কাশ্মীরের দিকে এগতে দেয়নি।‘ জওয়াহিরি বলেছে, পাক সেনা ও সরকার নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থ পূরণে মুজাহিদদের ব্যবহার করতেই আগ্রহী, কাজ ফুরোলেই ওদের ঝেড়ে ফেলে বা খতম করে দেয়।
বার্তায় জওয়াহিরি বলেছে, তার অভিমত এটাই যে, কাশ্মীরে মুজাহিদদের বর্তমান পরিস্থিতিতে ধ্যানজ্ঞান হওয়া উচিত ভারতীয় সেনাবাহিনী ও সরকারের বিরুদ্ধে বিরামহীন সন্ত্রাস চালিয়ে যাওয়া, সেই দেশের অর্থনীতিকে রক্তাক্ত করা, মানবশক্তি ও প্রযুক্তি, যন্ত্রের ক্ষেত্রে ভারতের প্রভূত ক্ষতি করা। সন্ত্রাসবাদীদের শরিয়ত অনুসারে নিজেদের নীতিনিয়ম ঠিক করা, পাকিস্তানের ফাঁদ এড়িয়ে থাকা উচিত বলেও জানিয়েছে সে। পর্যবেক্ষক মহলের ধারণা, কাশ্মীরে ভারতীয় সেনার বিরুদ্ধে জেহাদ চালাতে একটি নতুন বাহিনী তৈরি করছে আল কায়েদা।
এ ব্যাপারে এক প্রতিরক্ষা বিশেষজ্ঞের বক্তব্য, পাকিস্তান আন্তর্জাতিক মহলের প্রবল চাপে রয়েছে, তাদের অর্থনীতি ভেঙে পড়ার মুখে। এই প্রেক্ষাপটে পাকিস্তানের আইএসআই জওয়াহিরিকে শিখন্ডী খাড়া করে গোটা দুনিয়াকে দেখাতে চাইছে, তারা সন্ত্রাসবাদ সমর্থন করে না। অতীতে আইএসআই লাদেনকেও একই উদ্দেশ্যে কাজে লাগিয়েছিল। ভারতীয় গোয়েন্দা মহলের দাবি, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদে লাগাম টানায়, সন্ত্রাসবাদীদের বিচ্ছিন্ন করায় সরকারের সাফল্যের জন্য পাল্টা বিবৃতি দিল জওয়াহিরি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক অফিসার বলেছেন, সন্ত্রাসবাদী হামলা কমেছে, জঙ্গি নিকেশও বেড়েছে জম্মু ও কাশ্মীরে। তাই ভিডিও বের করে ক্যাডারদের চাঙ্গা করার চেষ্টা।
নয়াদিল্লি: ভারতকে হুমকি আল কায়েদা শীর্ষ নেতা আয়মান আল জওয়াহিরির। ভারতকে টার্গেট করে তার এক নতুন ভিডিও-বার্তা প্রকাশ্যে এসেছে। তাতে কাশ্মীরের মানুষকে ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামার ডাক দিয়েছে সে। ওসামা বিন লাদেনের মৃত্যুর পর তাঁর সন্ত্রাসবাদী সংগঠন আল কায়েদার নেতৃত্ব পাওয়া জওয়াহিরির সর্বশেষ বার্তাটি প্রকাশ করেছে তাদের মিডিয়া শাখা আল সাহাব। বার্তার সঙ্গে আছে নিহত কাশ্মীরী সন্ত্রাসবাদী জাকির মুসার ছবি। মুসা ছিল আল কায়েদার ভারতীয় শাখা আনসার গাজওয়াত-উল-হিন্দ এর প্রতিষ্ঠাতা।
আরবী ও ইংরেজিতে বেরনো বার্তার শিরোনাম ‘ডোন্ট ফরগেট কাশ্মীর’ (কাশ্মীরকে ভুলে যেও না)। জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসবাদী কাজকর্ম চালানো শক্তিগুলির ভূয়সী প্রশংসা করেছে জওয়াহিরি। এই বার্তার মাধ্যমে সম্ভবত কাশ্মীরের জঙ্গিদের সমর্থন পাওয়াই তার লক্ষ্য বলে মনে করছে পর্যবেক্ষক মহল। তবে জওয়াহিরি বার্তায় পাকিস্তানেরও সমালোচনা করেছে। সন্ত্রাসবাদীদের ‘জেহাদি মুজাহিদ’ বলে সম্বোধন করে জওয়াহিরি তাদের পাকিস্তান সম্পর্কে সাবধান করে বলেছে, ‘কাশ্মীরি জেহাদ’ কর্মসূচিকে পাক গুপ্তচর এজেন্সিগুলির কব্জা থেকে বের করতে হবে তাদের।
পাক সেনা, সরকারকে ‘আমেরিকার সহযোগী’ আখ্যা দিয়েছে সে, দাবি করেছে যে, আফগানিস্তান থেকে ‘আরব মুজাহিদদের’ বহিষ্কারের পর পাকিস্তানই ‘ওদের কাশ্মীরের দিকে এগতে দেয়নি।‘ জওয়াহিরি বলেছে, পাক সেনা ও সরকার নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থ পূরণে মুজাহিদদের ব্যবহার করতেই আগ্রহী, কাজ ফুরোলেই ওদের ঝেড়ে ফেলে বা খতম করে দেয়।
বার্তায় জওয়াহিরি বলেছে, তার অভিমত এটাই যে, কাশ্মীরে মুজাহিদদের বর্তমান পরিস্থিতিতে ধ্যানজ্ঞান হওয়া উচিত ভারতীয় সেনাবাহিনী ও সরকারের বিরুদ্ধে বিরামহীন সন্ত্রাস চালিয়ে যাওয়া, সেই দেশের অর্থনীতিকে রক্তাক্ত করা, মানবশক্তি ও প্রযুক্তি, যন্ত্রের ক্ষেত্রে ভারতের প্রভূত ক্ষতি করা। সন্ত্রাসবাদীদের শরিয়ত অনুসারে নিজেদের নীতিনিয়ম ঠিক করা, পাকিস্তানের ফাঁদ এড়িয়ে থাকা উচিত বলেও জানিয়েছে সে। পর্যবেক্ষক মহলের ধারণা, কাশ্মীরে ভারতীয় সেনার বিরুদ্ধে জেহাদ চালাতে একটি নতুন বাহিনী তৈরি করছে আল কায়েদা।
এ ব্যাপারে এক প্রতিরক্ষা বিশেষজ্ঞের বক্তব্য, পাকিস্তান আন্তর্জাতিক মহলের প্রবল চাপে রয়েছে, তাদের অর্থনীতি ভেঙে পড়ার মুখে। এই প্রেক্ষাপটে পাকিস্তানের আইএসআই জওয়াহিরিকে শিখন্ডী খাড়া করে গোটা দুনিয়াকে দেখাতে চাইছে, তারা সন্ত্রাসবাদ সমর্থন করে না। অতীতে আইএসআই লাদেনকেও একই উদ্দেশ্যে কাজে লাগিয়েছিল। ভারতীয় গোয়েন্দা মহলের দাবি, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদে লাগাম টানায়, সন্ত্রাসবাদীদের বিচ্ছিন্ন করায় সরকারের সাফল্যের জন্য পাল্টা বিবৃতি দিল জওয়াহিরি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক অফিসার বলেছেন, সন্ত্রাসবাদী হামলা কমেছে, জঙ্গি নিকেশও বেড়েছে জম্মু ও কাশ্মীরে। তাই ভিডিও বের করে ক্যাডারদের চাঙ্গা করার চেষ্টা।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -