উৎকিয়াভিক: চলতি বছরে শেষবারের মতো সূর্য উঠল আলাস্কার উৎকিয়াভিকে। এবছর আর সূর্যোদয়ের সাক্ষী থাকতে পারবেন না উৎকিয়াভিকের বাসিন্দারা। ভোরের সূর্য দেখতে এই অঞ্চলের মানুষকে অপেক্ষা করতে হবে দু মাসেরও বেশি। সৌরজগতের ক্যালেন্ডার অনুযায়ী ঠিক ৬৬দিন পর সূর্যোদয় হবে উৎকিয়াভিকে।


প্যাসিফিক স্ট্যান্ডটার্ড টাইম অনুসারে বুধবার ১৯ নভেম্বর বেলা দেড়টায় এ বছরের শেষ সূর্যাস্ত হয়েছে উৎকিয়াভিকে। এর পরের ৬৬টি দিন ধরে মেরু রাতের সাক্ষী থাকবে আলাস্কার উৎকিয়াভিকে। ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে উৎকিয়াভিক ৭১.২৯ উত্তর অক্ষাংশে যা আর্টিক বৃত্তের কিছুটা উপরে রয়েছে। এই অবস্থানের ফলে বিশ্বের দীর্ঘতম মেরু রাতের সাক্ষী থাকে উৎকিয়াভিক। টাইমিয়ানডেট ডট কম নামের একটি সাইটের তথ্য অনুযায়ী শীতের সময় পৃথিবী সূর্য থেকে দূরে সরে যাওয়ার ফলে মেরু রাত হয় কারণ তখন সূর্যের বলয়ের কোনও অংশই আকাশে দেখা যায় না।
আলাস্কার এই অংশের কাছে অবশ্য এই ঘটনা নতুন নয়। ফি বছর তারা এই দীর্ঘ মেরু রাতের সাক্ষী থাকে। এই সময়ের জন্য আলাদা প্রস্তুতিও নেন তারা। সূর্যের আলো না থাকায় ভিটামিনের ডি-র ঘাটতি দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। ফলে এই সময়ের কথা ভেবে প্রচুর ভিটামিন ডি জমিয়ে রাখেন বাসিন্দারা। রোদ না থাকায় তাপমাত্রাও বছরের এই সময়টা বেশ কম থাকে। ফলে শীতের হাত থেকে বাঁচতেও নানান সতর্কতা নেয় উৎকিয়াভিক।