লন্ডন: নিষিদ্ধ মাদকের চেয়ে তামাক ও অ্যালকোহল শরীরের বেশি ক্ষতি করে। এমনটাই দাবি করেছেন বিজ্ঞানীরা। সম্প্রতি, একটি বৈজ্ঞানিক পত্রিকায় গবেষণা-পত্র প্রকাশ করা হয়। সেখানে মাদকর সেবনকারীদের সঙ্গে তামাক ও মদ সেবনকারীদের তুলনা করা হয়। ২০১৫ সালে একটি সমীক্ষা চালানো হয়েছিল। বিজ্ঞানীদের দাবি, যাঁরা মদ ও তামাক সেবন করেছেন, পরবর্তীকালে শারীরিক ব্যাধির কারণে এবং তার ফলস্বরূপ নিয়ন্ত্রিত জীবনযাপন করতে যে অর্থ খরচ করতে হয়েছে, তার তুলনায় মাদক সেবনকারীদের কম খরচ করতে হয়েছে।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় এবং ইংল্যান্ডের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকদল জানিয়েছে, শরীর ও স্বাস্থ্যের সবচেয়ে বেশি ক্ষতি করে তামাক। অন্যদিকে, সবচেয়ে কম ক্ষতি করে মাদক। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, সাতজন প্রাপ্তবয়স্কদের মধ্যে একজন (১৫.২ শতাংশ) তামাক সেবন করেন এবং পাঁচজনের মধ্যে একজন অধিক মদ্যপান করেন। অন্যদিকে, মাদক সেবনকারীদের সংখ্যা অনেকটাই কম। পরিসংখ্যান বলছে, ২০ জনের মধ্যে একজন গাঁজা সেবন করেন। আবার নিষিদ্ধ মাদক সেবনকারীদের হার আরও কম।