ইসলামাবাদ: ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের যাবতীয় মাধ্যম খোলা রয়েছে। চালু রয়েছে হটলাইনও। জানাল পাকিস্তান সেনা। সে দেশের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)-এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আসিম বাজওয়া অবশ্য ভারতকে না দুষে থাকতে পারেননি। তিনিও ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের দাবি মানতে নারাজ।
তিনি বলেন, গুলি চালিয়ে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি ভাঙে ভারতীয় বাহিনী। কয়েক ঘণ্টা বাদেই নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইকের দাবি করে। কিন্তু আমরা সব খোঁজ নিয়েছি। ওই দাবি পুরোপুরি মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি এও বলেন, আমরা দেখছি, নিয়ন্ত্রণ রেখায় আরও তীব্র গোলাবর্ষণ চলছে। আর গোলাগুলি বাড়লে পরিস্থিতি উত্তপ্ত হবেই। তাছাড়া ভারতের দিক থেকে যেভাবে বাগাড়ম্বর, হুঙ্কার চলছে, উত্তেজনা তাতেও বাড়ছে। চিনের সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থাকে এ কথা বলেছেন তিনি।
গত সপ্তাহ থেকে ভারতের গুলিচালনায় অন্তত দুজন পাক সেনা জওয়ান হত ও ৯ জন জখম হয়েছেন বলেও জানান বাজওয়া।
তবে চলতি উত্তেজনার আবহ আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার কথা বলেছেন তিনি। ‘নিয়ন্ত্রণ রেখায় গুলিচালনা শুরু হওয়ার’ পর থেকে দু দেশের মিলিটারি অপারেশনস সংক্রান্ত ডিজিদের মধ্যে কথাবার্তা হওয়ার দাবি সমর্থন করে সেনা মুখপাত্রটি বলেন, ভারত, পাক বাহিনীর মধ্যে যোগাযোগ বহাল রয়েছে। হটলাইন সহ যাবতীয় যোগাযোগের রাস্তা চালু রয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত, পাকিস্তানে সামরিক পর্যবেক্ষণ গোষ্ঠীও, জানিয়েছেন তিনি।
ভারতের সঙ্গে সামরিক যোগাযোগের সব রাস্তা খোলা, জানাল পাক সেনা
web desk, ABP Ananda
Updated at:
07 Oct 2016 05:54 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -