ঢাকা: ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনা প্রশমনের আহ্বান জানাল বাংলাদেশ।


সেদেশের সংসদে বক্তৃতা রাখতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা চাই দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় থাকুক। আমরা কোনও ধরনের সংঘর্ষ চাই না। কারণ, এমন যে কোনও সংঘর্ষের ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে।

হাসিনা জানান, তাঁর সরকার দেশকে শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। তাই এই অঞ্চলে কোনও প্রকার সংঘর্ষ অনভিপ্রেত।

তিনি জানান, ভারত ও পাকিস্তানের মত দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের উচিত নিজেদের সংযম বজায় রাখা এবং উত্তেজনা প্রশমন করা।

গত ১৮ সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরের উরির সেনা ছাউনিতে জঙ্গি হানায় ১৯ জন জওয়ান শহিদ হওয়ার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের চরম অবনতি হয়।

প্রত্যুত্তর হিসেবে গত ২৮ সেপ্টেম্বর মধ্যরাতে পাক-অধিকৃত কাশ্মীরে ঢুকে সেখানে ৭টি জঙ্গি লঞ্চপ্যাড ধ্বংস করে ভারতীয় সেনাবাহিনীর স্পোশাল ফোর্সের কম্যান্ডোরা। খতম হয় প্রায় ৪০ জঙ্গি, হ্যান্ডলার ও তাদের গাইড।