ঢাকা: বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলায় জড়িত অভিযোগে অন্তত ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবকের আপত্তিকর ফেসবুক পোস্টের গুজবকে কেন্দ্র করে তাদের ৩০-টিরও বেশি বাড়িতে হামলা চালানো হয়। হামলা, ভাঙচুরের ঘটনায় বিরোধী দল বিএনপি-র জোটসঙ্গী জামাত-ই-ইসলামির দিকে অভিযোগের আঙুল তুলেছে পুলিশ। বিডিনিউজ ২৪ ডট কমের খবর, নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে জামাত অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে দাবি করেছেন রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান।
হামলায় প্ররোচনা দিয়েছিল, এমন চারজনকে পুলিশ শনাক্ত করেছে বলেও জানান তিনি। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেইনকে উদ্ধৃত করে ঢাকা ট্রিবিউন-এর খবর, হামলার ব্যাপারে কোতোয়ালি ও গঙ্গাছারা থানায় দুটি মামলা দায়ের করে, ৫৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সত্যিই ফেসবুক পোস্টের জেরে ক্ষোভের ফলে গত শুক্রবার থেকে অশান্তির সূত্রপাত হয়েছে কিনা, খতিয়ে দেখতে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আবু রাফা মহম্মদ রফিকের নেতৃত্বে তিন সদস্যের কমিটি তৈরি করা হয়েছে, তারা তদন্ত করে সাতদিনে রিপোর্ট দেবে বলে খবর। আক্রান্ত গ্রামগুলিতে শান্তি বজায় রাখতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।