দুবাই: ৮০টি ভাষায় গান গাইতে পারে ১২ বছরের সুচেতা সতীশ। দুবাইয়ের বাসিন্দা এই কিশোরী এবার একই কনসার্টে ৮৫টি ভাষায় গান গাইতে চায়। তাহলে গিনেস বুকে নাম উঠবে তার।

দুবাইয়ের ইন্ডিয়ান হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী সুচেতা ২৯ ডিসেম্বর একটি কনসার্টে ৮৫ ভাষায় গান গাওয়ার চেষ্টা করবে। সে বলেছে, মাত্র ১ বছরের মধ্যে ৮০টি ভাষায় গান গাইতে শিখে নিয়েছে সে।

বর্তমান বিশ্বরেকর্ড ভাঙতে দেড় মাসের মধ্যে অন্তত আরও ৫টি ভাষার গান শেখার চেষ্টা করছে সুচেতা।

আদতে কেরলের এই বাসিন্দা আগে থেকেই হিন্দি, মালয়ালম ও তামিলে গান গাইতে পারত। স্কুলের প্রতিযোগিতার জন্য শিখে নিয়েছিল ইংরেজি গান। গত বছর সে ঠিক করে অন্যান্য বিদেশি ভাষাতেও গান গাইতে হবে। তার বাবার বন্ধু জনৈক জাপানি ডার্মাটোলজিস্ট তখন দুবাই আসেন। তাঁর গলায় সে শোনে একটি জাপানি গান। গানটি তার খুব পছন্দ হয়। সেই প্রথম তার ইংরেজি ছাড়া অন্য বিদেশি গানে হাতেখড়ি।

মোটামুটি ঘণ্টাদুয়েকের মধ্যে একটা গান তুলে নেয় সে। উচ্চারণ সহজ হলে তাড়াতাড়ি শিখে ফেলে। যদি গান দীর্ঘ না হয়, তবে লাগে আধঘণ্টা। ফরাসি, হাঙ্গারিয়ান ও জার্মান ভাষায় গান গাওয়া সবথেকে কঠিন বলে মনে করে সে।

এই মুহূর্তে সর্বাধিক ভাষায় গান গাওয়ার বিশ্বরেকর্ড ভারতেরই কেসিরাজু শ্রীনিবাসের দখলে। ২০০৮ সালে ৭৬টি ভাষায় গান গান তিনি।