ওই অ্যালিগেটরটির ভিডিও ক্লিয়ারওয়াটার পুলিশ তাদের অফিসিয়াল হ্যান্ডেলে শেয়ার করেছে। ভিডিওতে লাল রঙের তরল দেখা গিয়েছে। পুলিশ অবশ্য জানিয়েছে, ওই তরল রক্ত নয়। পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরুষ এই অ্যালিগেটরটি ১০-১১ ফুট লম্বা। যখন ধরা হয়, তখন অ্যালিগেটরটি বেশ কিছু ওয়াইনের বোতল ভেঙে ফেলছিল। তাই ভিডিওতে যে লাল তরল দেখা যাচ্ছে, তা ওয়াইন, রক্ত নয়।
ক্লিয়ারওয়াটার পুলিশ বিভাগের পক্ষ থেকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পুলিশ ট্র্যাপারদের ডাকে এবং অ্যালিগেটরটিতে নিরাপদে বাড়িটি থেকে উদ্ধার করা হয়।