ইসলামাবাদ: ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের দেওয়া ইফতার পার্টির অতিথি, অভ্যাগতদের সঙ্গে অভব্য আচরণ পাক প্রশাসনিক কর্তাদের। বিভিন্ন অজুহাতে অতিথিদের অনুষ্ঠানস্থলে ঢুকতে না দেওয়ার অভিযোগ।
ভারতীয় হাইকমিশনের তরফে গতকাল ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল ইসলামাবাদের সেরেনা হোটেলে। পাক পুলিশ ও ইসলামাবাদের প্রশাসনিক কর্তারা আগে থেকেই ঘিরে রেখেছিলেন হোটেল চত্বর। সেই পার্টিতে আসা অতিথি, অভ্যাগতদের নিরাপত্তার অজুহাতে হেনস্থা করা হয়। অনুষ্ঠানে যোগ না দিয়ে তাঁরা ফিরে যান।
এক আমন্ত্রিত তাঁর টুইটার অ্যাকাউন্টে লেখেন, চূড়ান্ত হয়রানি করা হয়। অস্বাভাবিক পুলিশ ও সন্ত্রাসদমন শাখার লোকজন উপস্থিত ছিল। যাঁরা আসছিলেন, সকলের সঙ্গেই অভব্যতা করা হচ্ছিল। ধমকানো হচ্ছিল। আরেকজন জানান, অনুষ্ঠানে না আসার হুমকিও দেওয়া হয় তাঁকে।
এমনকী, অতিথি তালিকায় থাকা পাকিস্তান পিপলস পার্টির নেতাদেরও হয়রানির শিকার হতে হয় বলে খবর। দলের নেতা ফারহাতুল্লা বাবর জানান, তিনি হোটেলে পোঁছে দেখেন তা কার্যত দূর্গে পরিণত। প্রধান গেট বন্ধ। একবার বলা হয় ইফতার বাতিল, তো আরেকবার বলা হয় অন্য গেট ব্যবহার করতে। সেখান থেকে আবার ফেরত পাঠানো হয় মূল ফটকে।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ভারতীয় হাইকমিশন। পাকিস্তানের ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়া জানিয়েছেন, এই ঘটনা আগামী দিনে ভারত-পাক সম্পর্কের উপর প্রভাব ফেলবে।
ভারতীয় হাইকমিশন আয়োজিত ইফতারে অতিথিদের হয়রানি পাক প্রশাসনিক কর্তাদের
Web Desk, ABP Ananda
Updated at:
02 Jun 2019 04:30 PM (IST)
ভারতীয় হাইকমিশনের তরফে গতকাল ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল ইসলামাবাদের সেরেনা হোটেলে। পাক পুলিশ ও ইসলামাবাদের প্রশাসনিক কর্তারা আগে থেকেই ঘিরে রেখেছিলেন হোটেল চত্বর।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -