ওয়াশিংটন: কোলে দুটো ছোট্ট শিশু। কিচ্ছু বুঝতে না পারলেও ভয়ে ফ্যাকাসে হয়ে গিয়েছে। অঝোরে কেঁদে চলেছেন তাদের মা। সামনে দাঁড়িয়ে হম্বিতম্বি করে চলেছেন বিমান কর্মীরা। মহিলার অপরাধ, তিনি বিমানে প্যারাম্বুলেটর নিয়ে উঠেছিলেন। সেটি বিমান কর্মীরা তো কেড়ে নেনই, তা দিয়ে জোরে আঘাত করেন ওই মহিলাকে।


ওই বিমানেরই এক যাত্রী ফেসবুকে পোস্ট করেন এই ছবি। ভিডিওয় দেখা যাচ্ছে, মহিলা কাঁদতে কাঁদতে বারবার বিমান কর্মীদের অনুরোধ করছেন, তাঁর প্যারাম্বুলেটর ফিরিয়ে দিতে কিন্তু তাঁরা তা তো করলেনই না, উল্টে তাঁকেই নামিয়ে দিলেন বিমান থেকে। এক সহযাত্রী ঘটনার প্রতিবাদ জানালে তাঁর সঙ্গেও দুর্ব্যবহার করেন তাঁরা।


ঘটনা জানাজানি হতে প্যারাম্বুলেটর দিয়ে মহিলাকে আঘাত করা কর্মীকে সাসপেন্ড করেছে বিমান কর্তৃপক্ষ। বিবৃতি দিয়ে ক্ষমা চাওয়া হয়েছে অভিযোগকারিণী ও তাঁর পরিবারের কাছে। বাকি সফরের জন্য তাঁদের প্রথম শ্রেণিতে উন্নীত করা হয়েছে।

সপ্তাহদুয়েক আগে আমেরিকারই আর একটি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স এক চিনা বংশোদ্ভূত যাত্রীকে রক্তাক্ত অবস্থায় টেনে হিঁচড়ে বিমান থেকে নামিয়ে দেয়। সেদিনই ওই বিমানসংস্থার আর একটি উড়ানে বিছে কামড়ায় এক যাত্রীকে। ক’দিনের মধ্যে অন্য আসনে বসার অপরাধে বিয়ে করতে চলা এক দম্পতিকেও বিমান থেকে নামিয়ে দেয় তারা।