৪৫ বছরের মার্ক আনোয়ার বছরদুয়েক আগে কাজ শুরু করেন বিশ্বের দীর্ঘতম টিভি সিরিয়াল 'করোনেশন স্ট্রিট'-এ। দুদিন আগে কাশ্মীর সমস্যা নিয়ে পরপর কয়েকটি ভারত বিদ্বেষী টুইট করেন তিনি। বলেন, পাক অভিনেতা, অভিনেত্রীদের উচিত ভারতে কাজ করতে অস্বীকার করা। অভিযোগ করেন, কাশ্মীরীদের ভারতীয়রা খুন করছে, ভারতীয়দের অশ্লীল ভাষায় গালিগালাজও করেন।
ওই সিরিয়ালের পরিবেশক আইটিভি জানিয়ে দিয়েছে, ভারতীয়দের সম্পর্কে মার্কের মন্তব্য কোনওভাবেই গ্রহণযোগ্য নয়, তা জাতিবিদ্বেষের পরিচায়ক। আইটিভি মুখপাত্র জানিয়েছেন, গোটা ঘটনায় তাঁরা স্তম্ভিত। মার্কের সঙ্গে তাঁদের কথা হয়েছে, তাঁকে আর ওই সিরিয়ালে ফিরিয়ে আনা হবে না। তবে সিরিয়ালে তাঁর চরিত্র, জিম মালিক শরিফ নাজিরকে আরও কয়েকটি এপিসোডে দেখা যাবে, কারণ, শুটিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে।
এরমধ্যে, রবিবার পুলিশের কাছে মার্কের বিরুদ্ধে বর্ণবিদ্বেষমূলক অভিযোগ দায়ের হয়। যার জেরে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ম্যাঞ্চেস্টার পুলিশ। এদিকে, টুইটারে অশ্লীল এবং বিদ্বেষমূলক মন্তব্য করার জন্য ভারতীয়দের কাছে ক্ষমা চেয়েছেন মার্ক। তিনি বলেন, আমার অভিপ্রায় আঘাত করার ছিল না। জানি, যে ভাষা প্রয়োগ করেছি, তা গ্রহণযোগ্য নয়। আমার আচরণে বহু মানুষ আহত হয়েছেন। বিশেষ করে, আমার পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীরা।