ঢাকা: মৃত্যু হয়েছে সদ্যোজাতর, এমনটাই জানিয়েছিলেন ডাক্তাররা। কিন্তু কবর দেওয়ার সময় কেঁদে উঠল সে। বাংলাদেশের ফরিদপুরের ঘটনা।
জেলা ক্রিকেট টিমের খেলোয়াড় নাজমুল হুদার স্ত্রী, পেশায় আইনজীবী নাজনিন আখতার বৃহস্পতিবার কন্যা সন্তানের জন্ম দেন। জন্মের দু ঘন্টা পর চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে সদ্যোজাতর। শোকে ভেঙে পড়ে পরিবার। সেই অবস্থাতেই সদ্যোজাতকে কবর দেওয়ার ব্যবস্থা করা হয়। সমস্ত ব্যবস্থা যখন শেষ, তখনই কেঁদে ওঠে সে। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
বাচ্চাটির ঠাকুরদা আব্দুল কালাম জানিয়েছেন, চিকিৎসকরা তাকে ঢাকার হাসপাতালে নিয়ে যেতে বলেন। কিন্তু চিকিৎসা চালানোর মতো অর্থ তাঁদের কাছে ছিল না। পরে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি শিশুটির চিকিৎসার ভার বহন করতে রাজি হন। তিনিই হেলিকপ্টারে করে ঢাকার স্কোয়ার হাসপাতালে শিশুটিকে যত দ্রুত সম্ভব নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আপাতত আইসিইউ-তে ভর্তি সে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, ২৪ মাসেই জন্ম হয় তার। জন্মের সময় ওজন ছিল ৭০০ গ্রাম। ভালো চিকিত্সা পেলে সুস্থ হয়ে উঠবে সে।