লস এঞ্জেলেস: টার্গেট ছুঁতে পারেনি বার্ষিক বিক্রি। গত ১৫ বছরে এই প্রথম বার্ষিক রাজস্বের পরিমাণ কমেছে। এই প্রেক্ষাপটে সিইও টিম কুকের ২০১৬ সালের বেতন ১৫ শতাংশ ছেঁটে দিল আইফোন নির্মাতা, প্রযুক্তি দুনিয়ার শীর্ষ সংস্থা অ্যাপল। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (এসইসি) লিস্টিং-এর তথ্য, ২০১৫ সালে কুক সংস্থা থেকে পেয়েছিলেন মোট ১০.২৮ মিলিয়ন মার্কিন ডলার, যা ২০১৬-তে কমে হয়েছে ৮.৭৫ মিলিয়ন মার্কিন ডলার। গত বছর কুকের বেতন ২ মিলিয়ন মার্কিন ডলার থেকে ৫০ শতাংশ বেড়ে হয়েছিল ৩ মিলিয়ন মার্কিন ডলার।  টার্গেটের ৮৯.৫ শতাংশ কুক ও অন্য কর্তাদের  দিয়েছিল অ্যাপল। কুকের নগদ বোনাস ২০১৫-য় ছিল ৮ মিলিয়ন মার্কিন ডলার। কিন্তু ২০১৬-তে তা কমে দাঁড়িয়েছে ৫.৪ মিলিয়ন মার্কিন ডলার। ২০১১ সালে কোম্পানির নেতৃত্বভার কাঁধে তুলে নেওয়ার পর প্রথম কমল তাঁর ক্যাশ বোনাস।


বিক্রি ও মুনাফা, দুটি ক্ষেত্রেই লক্ষ্য পূরণে কোম্পানির ব্যর্থতার প্রসঙ্গ উল্লেখ করেছে অ্যাপল। ২০০৭ সালে আত্মপ্রকাশের পর থেকে ২০১৬ আর্থিক বছরে প্রথম আইফোনের বিক্রি কমেছে বলে জানিয়েছে তারা। বিক্রি কমায় বার্ষিক রাজস্বও মার খেয়েছে। ২০১৬-য়  বার্ষিক বিক্রির টার্গেট ধরা হয়েছিল ২২৩.৬ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু তা টার্গেট থেকে প্রায় ৪ শতাংশ কম হয়েছে, যার অর্থমূল্য ২১৫.৬ বিলিয়ন মার্কিন ডলার। অপারেটিং আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৬০ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু তা বাস্তবে ০.৫ শতাংশ কম হয়েছে।


গত তিনটি ত্রৈমাসিকের প্রতিটিতে আইফোনের বিক্রি কমেছে। সেপ্টেম্বর ত্রৈমাসিকে তা নেমে এসেছে ৪৫.৫ মিলিয়নে। সংশ্লিষ্ট শিল্প মহলের খবর, স্যামসাং ও অন্যান্য স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলি কঠিন লড়াইয়ে ফেলে দিয়েছে অ্যাপলকে। একেবারে নতুন আইফোন সেটগুলিতে গ্রাহকদের আকৃষ্ট করার মতো যথেষ্ট ফিচার আপগ্রেড করা হয়নি।