সান ফ্রান্সিসকো: এখনও ফোন বাজারে আসেনি। তার আগেই ইউটিউবে এসেছে তার খুঁটিনাটি সম্বলিত ভিডিও। এ জন্য এক ইঞ্জিনিয়ারকে অ্যাপল বহিষ্কার করেছে বলে অভিযোগ।

ভিডিওটি প্রকাশ করেছে ব্রুক এমিলিয়া পিটারসন নামে এক কিশোরী। সে অ্যাপলের ক্যাম্পাস ঘুরতে গিয়েছিল, তার বাবা সেখানে চাকরি করেন। তখন এখনও অপ্রকাশিত আইফোন X হাতে নিয়ে ভিডিও তোলে সে, একদম কাছ থেকে তা ঘুরিয়ে ফিরিয়ে দেখায়, দেখায় ক্যামেরাও। তারপর তা ইউটিউবে প্রকাশ করে দেয়।

দেখুন ভিডিওটি


ওই আইফোন শুধু অ্যাপল কর্মী ছাড়া এখনও কারও ছোঁয়ার অধিকার নেই। তাছাড়া অ্যাপল ক্যাম্পাসে ঢুকে ছবি তোলাও নিষিদ্ধ।

অ্যাপল নাকি ওই কিশোরীর বাবাকে অনুরোধ করে ভিডিওটি ইউটিউব থেকে ডিলিট করার জন্য। কিন্তু ততক্ষণে তা ভাইরাল হয়ে গিয়েছে। এরপরই তাঁর চাকরি চলে যায়।

আইফোনের ১০ বছর উপলক্ষ্যে মুক্তি পাচ্ছে আইফোন X। ভারতে এটি আসছে ৩ নভেম্বর। এর দাম হবে ৮৯,০০০ টাকা থেকে ১.০২ লাখ টাকার মধ্যে।