নয়া দিল্লি: গত কয়েকদিন ধরেই আফগানিস্তানের একের পর এক এলাকা দখল করছে তালিবান। এই পরিস্থিতিতে আফগানিস্তানের মানুষের জন্য ভারতের অবদানের প্রশংসায় পঞ্চমুখ তালিবানরা। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে নয়াদিল্লির সাহায্যকে কুর্নিশ জানিয়েছে তালিবানরা।
সংবাদ সংস্থা এএনআইকে একটি সাক্ষাৎকারে তালিবান মুখপাত্র মহম্মদ সুহেল শাহীন বলেন, "আফগানিস্তানের জনগণের জন্য সেতু নির্মাণ, পরিকাঠামোর উন্নতিতে অনেক সাহায্য করেছে ভারত। এতে এখানকার অর্থনৈতিক উন্নতি হয়েছে। অর্থনৈতিক সমৃদ্ধির জন্য যা কিছু করা হয়েছে তার আমরা প্রশংসা করি।"
পাশাপাশি তাঁরা এও জানিয়েছে যে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই। সুহেল শাহীন পাক জঙ্গি যোগ অস্বীকার করে জানান যে তালিবান পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পর্কের অভিযোগকে ভিত্তিহীন বলেই অভিহিত করছে। তবে তাঁরা এও বলেছেন ভারতীয় সেনা আফগান সেনাকে সাহায্য করার জন্য আসে তা হলে সেটা তাদের জন্য ভাল হবে না। ভারতকে কড়া হুঁশিয়ারির সুরেই একথা জানান তালিবান মুখপাত্র। তিনি সাফ বলেন, "আফগানিস্তানে অন্য দেশের সেনাদের সঙ্গে কী হয়েছে সেটা সবাই দেখেছে। তারা এলে আগে থেকে সব জেনেই আসবে।"
এদিকে আফগানিস্তানের একের পর এক শহর দখল করছে তালিবানরা। আফগানিস্তানের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নিজেদের নাগরিকদের বার করার কাজ করছে অনেক দেশ। বন্ধ হচ্ছে দূতাবাসও। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডেনমার্ক পর্যন্ত বেশ কয়েকটি পশ্চিমা দেশ যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে।যদিও তালিবান মুখপাত্র মহম্মদ সুহেল শাহীন জানান যে তারা কোনও দূতাবাস বা কূটনীতিককে টার্গেট করবে না। কোনও বিপদ নেই তাঁদের। তিনি বলেন, "আমরা আমাদের বিবৃতিতে অনেকবার বলেছি। এটি আমাদের অঙ্গীকার।"
এদিকে, কাবুলে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে বলা হয়েছে, আফগানিস্তানে ভারতীয় নাগরিকদের সঙ্গে সাম্প্রতিক সময়ে যে ঘটনা ঘটেছে সেখানে দেখা গিয়েছে তাঁরা দূতাবাসের নিরাপত্তা পরামর্শের প্রতি কর্ণপাত করছেন না এবং "নিজেদেরকে মারাত্মক বিপদে ফেলেছেন"। একটি সাম্প্রতিক ঘটনা যা সরকারী বাহিনীর নিয়ন্ত্রণাধীন নয় এমন একটি এলাকায় একটি বাঁধ প্রকল্পের স্থানে থাকা সুরক্ষাবাহিনী জানিয়েছে দূতাবাসের পরামর্শ মানছে না ভারতীয় নাগরিকরা এবং নিজেদের বিপদে ফেলছেন।