সিয়ালকোট: ১৩ বছর কেটে গিয়েছে। এতগুলি বছর পর এক ব্যক্তির বিরুদ্ধে ধর্মদ্রোহী মন্তব্যের অভিযোগ তুলে তাঁকে খুন করল তিন বোন! পুলিশ আমনা, আফশান ও রাজিয়া নামে ওই তিনবোনকে গ্রেফতার করেছে। পাকিস্তানের সিয়ালকোটের পাসরুর তেহশিলের নঙ্গল মির্জা গ্রামে এই ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, ৪৫ বছরের ফজল আব্বাসকে খুন করে ওই তিন বোন। আব্বাসের বাবা মাজহার হুসেন সৈয়দ ধর্মীয় প্রার্থনার মাধ্যমে রোগ নিরাময়কারী হিসেবে পরিচিত। অভিযুক্ত তিন বোন প্রথমে মাজহার হুসেনের বাড়িতে গিয়ে তাদের জন্য প্রার্থনা করতে বলে।
প্রার্থনার পর আমনা, আফসান ও রাজিয়া মাজহার হোসেনের কাছে আব্বাসের খবহর জানতে চান। মাজহার হোসেন তখন জানান, তাঁর ছেলে বেলজিয়াম থেকে ফিরে এসেছে। সে কথা শোনার পরই আব্বাসকে দেখতে চান তিন বোন। আব্বাস তাঁদের কাছে এলে বোরখা পরিহিত ওই তিন বোন তাদের পোশাকের আড়ালে লুকিয়ে রাখা বন্দুক বের করে গুলি চালায়। ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন আব্বাস।
আব্বাসের শরীর যখন রক্তে ভেসে যাচ্ছে তখন উল্লাসে ফেটে পড়ে তিন বোন। স্লোগান দিয়ে বলে, অবশেষে তারা ধর্মদ্রোহীকে শাস্তি দিতে পেরেছে।
পুলিশের কাছে দেওয়া বয়ানে ওই তিন মহিলা জানিয়েছে, ২০০৪-এ ধর্মদ্রোহ করেছিলেন আব্বাস। তখন তারা ছোট থাকায় আব্বাসকে খুন করতে পারেনি।
ওই তিন মহিলার অভিযোগ যে ঠিক, তা নিশ্চিত করেছে পুলিশ। ২০০৪-এ আব্বাসের বিরুদ্ধে ধর্মদ্রোহীতার অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু তিনি বিদেশে পালিয়ে গিয়েছিলেন।
সম্প্রতি দেশে ফিরে স্থানীয় আদালত থেকে আগাম জামিন নেন আব্বাস।
ধর্মদ্রোহী মন্তব্যের জন্য ১৩ বছর পর এক ব্যক্তিকে খুন করল তিন বোন!
ABP Ananda, web desk
Updated at:
21 Apr 2017 10:41 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -