ফ্রাঙ্কফুর্ট: জার্মানির ভিয়ের্মহেইম শহরের একটি সিনেমা হলে হামলা চালাল মুখোশ পরিহিত এক বন্দুকবাজ। অন্তত ২৫ জন আহত হয়েছেন। তবে সেটা গুলিতে না পুলিশের ছোঁড়া কাঁদানে গ্যাসের শেলে, তা এখনও স্পষ্ট নয়। অসমর্থিত সূত্রে খবর, পুলিশের গুলিতে ওই বন্দুকবাজের মৃত্যু হয়েছে।
জার্মান সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল তিনটে নাগাদ সিনেমা হলের মধ্যে ঢুকে পড়ে ওই বন্দুকবাজ। সে গুলি চালাতে শুরু করার পরেই সেখানে থাকা লোকজন ভয়ে ছোটাছুটি শুরু করে দেন। পুলিশ ওই সিনেমা হল ঘিরে ফেলে। কিছুক্ষণ পরেই বন্দুকবাজকে হত্যা করা হয়।
পুলিশ অবশ্য এ বিষয়ে মুখ খুলতে চাইছে না। পুলিশের এক মুখপাত্র বলেছেন, কী হয়েছিল এখনও স্পষ্ট নয়।
জার্মানিতে সিনেমা হলে হামলা চালানো বন্দুকবাজ নিহত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jun 2016 04:00 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -