ওয়াশিংটন: মাস্ক পরতে বলা হয়েছিল। আর তাতেই ভীষণ রাগ। সোজা একেবারে বন্দুক বের করে গুলি চালানোর হুমকি দিলেন যুবক। ঘটনাটি ঘটেছে আমেরিকার ফ্লোরিডায়। ওয়ালমার্ট স্টোরে কেনাকাটি করতে গিয়েছিলেন ভিনসেন্ট স্ক্যাভেট্টা নামে ওই যুবক। মুখে মাস্ক ছিল না। অন্য এক ক্রেতা তাঁকে মুখে মাস্ক পরতে বলেন। তিনি আপত্তি করলে সামান্য কথা কাটাকাটি হয়। তখনই সটান বন্ধুক বের করেন ভিনসেন্ট। আমেরিকার পুলিশ যুবককে গ্রেপ্তার করেছে। অকারণে আগ্নেয়াস্ত্র বের করে সহ-নাগরিককে ভয় দেখানোর অভিযোগ তাঁর বিরুদ্ধে। পাম বিচ শেরিফের অফিস থেকে ট্যুইট করে বলা হয়েছে, পিবিসি জেলে স্বাগত বাছা। এটা তোমাকে একটা শিক্ষা দেওয়া হল। তুমি যা করেছ, তাতে আরও মারাত্মক কিছু হতে পারত।


করোনাভাইরাসের আবহে সারা বিশ্বই আতঙ্কিত। নিরাপদ দূরত্ববিধি মানা, মাস্ক পরা এখন বাধ্যতামূলক। আর আমেরিকা তো সংক্রমণ ও মৃত্যু সংখ্যায় সব দেশের শীর্ষে। বিশ্বের অন্যতম বড় রিটেল শপ চেন ওয়ালমার্ট গত ২০ জুলাই দোকান খুলেই জানিয়ে দিয়েছিল যে কেনাকাটা করতে এলে সকলের মুখে মাস্ক থাকতেই হবে। কিন্তু এখনও বহু আমেরিকান মাস্ক পরতে চাইছেন না। অনেকেই মনে করছেন যেহেতু মহাদেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর রাজনৈতিক সহযোগীরা নিজেরাই মাস্ক পরার ব্যাপারে তেমন উৎসাহ দেখাননি, তাই সাধারণ মানুষও ব্যাপারটাকে হাল্কাভাবেই নিয়েছে। মৃতের সংখ্যা দেড় লক্ষ পেরনোর পর ট্রাম্প এতদিনে বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছেন। তিনি সম্প্রতি ট্যুইটও করে প্রতিটি দেশপ্রেমী মানুষকে মাস্ক পরতে অনুরোধ করেছেন।