ওয়াশিংটন: মহাকাশ থেকে রহস্যময় রেডিও সঙ্কেতের হদিশ পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, ছোট্ট একটা নিষ্প্রভ নক্ষত্রের দিক থেকে আসছে ওই সঙ্কেত। সেই নক্ষত্রটি পৃথিবী থেকে ১১ আলোকবর্ষ দূরে। গবেষকরা জানিয়েছেন, ওই লাল বামন নক্ষত্রর নাম রোস ১২৮ (জিএইচ ৪৪৭)। সূর্যের তুলনায় সেটি ২,৮০০ গুণ নিষ্প্রভ। সেটির কোনও গ্রহ রয়েছে কিনা, তা এখনও জানা যায়নি।
গত মে মাসে পুয়ের্তো রিকো বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীরা ওই অদ্ভূত সঙ্কেতের খোঁজ পান। অরেইসিবো পর্যবেক্ষণ কেন্দ্র ব্যবহার করে তাঁরা ওই সঙ্কেতের হদিশ পান। পর্যবেক্ষণ কেন্দ্রটিতে রয়েছে সুবিশাল একটি রেডিও টেলিস্কোপ।
অরেইসিবো-র পুয়ের্তো রিকো বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোবায়োলজিস্ট আব্দেল মেন্ডেজ বলেছেন, ওই সঙ্কেত গ্রহান্তরের কোনও বুদ্ধিমান প্রাণীর হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে এ ধরনের সম্ভাবনা নেই বললেই চলে। তিনি বলেছেন, এমনটাও হতে পারে যে, কৃত্রিম উপগ্রহের মতো মানুষের তৈরি কোনও বস্তু থেকেও ওই সঙ্কেত আসতে পারে।
অরসেবিকোর আয়ত্তাধীন এলাকা সুবিশাল। তাই কোনও নক্ষত্র নয়, সেটির নজরদারির পথে মহাকাশে থাকা কোনও বস্তু থেকেই ওই সঙ্কেত আসতে পারে।
মহাকাশ থেকে ধরা পড়ল ‘আশ্চর্য’ রেডিও সঙ্কেত!
ABP Ananda, web desk
Updated at:
17 Jul 2017 08:22 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -