কায়রো: মিশরের এক মহিলার ওজন জানলে চমকে যেতে হয়। তাঁর ওজন ৫০০ কেজি। তিনিই বিশ্বের সবচেয়ে স্থুলকায় মহিলা বলে মনে করা হচ্ছে। ডেইলি মেলে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আকেজান্দ্রিয়ার ইমান আহমেদ আব্দুলাটি ২৫ বছর নিজের বাড়ির বাইরে বেরোতে পারেননি। তাঁকে বিছানায় শুয়েই দিন কাটাতে হয়। কারণ, উঠে বসাটাও তাঁর পক্ষে দুঃসাধ্য ব্যাপার।
খাওয়া-দাওয়া, জামা-কাপড় বদলানো সহ দৈনন্দিন কাজের জন্য ইমানকে তার মা ও বোন চায়মা আব্দুলাটির ওপরই নির্ভর করতে হয়। এল আরাবিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জন্মের সময় ইমানের ওজন ছিল ৫ কেজি। তাঁর মধ্যে এলিফ্যান্টিয়াসিস ধরা পড়ে। এটি এমন একটি পরজীবী সংক্রমণ যাতে অঙ্গপ্রত্যঙ্গ ফুলে যায়।
চিকিত্সকরা জানিয়েছেন, বিভিন্ন গ্রন্থির কাজকর্ম ব্যাহত হয়ে যাওয়ায় ইমানের শরীরে প্রয়োজনের তুলনায় জল অধিকমাত্রায় জমা হয়ে যাওয়ায়।
ইমান ১১ বছর বয়স থেকেই বেশি ওজনের কারণে নিজের পায়ে দাঁড়াতে পারেন না। ফলে বাড়িতে হামাগুড়ি দিয়ে চলাফেরা করতে হত।
এরপর ব্রেনস্ট্রোকের কারণে শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। স্কুলেও যাওয়া বন্ধ হয়ে যায়।  এরপর থেকেই আর বিছানা ছাড়তে পারেননি তিনি।
ইমানের চিকিত্সার জন্য মিশরের রাষ্ট্রপতির কাছে সাহায্যের আর্জি জানিয়েছে পরিবার।