ইসলামাবাদ: সন্ত্রাসবাদীদের মদতের জন্য পাকিস্তানকে আন্তর্জাতিক ক্ষেত্রে সর্বস্তরে একঘরে করার উদ্যোগ নিয়েছে ভারত। এরইমধ্যে পাক সেনাবাহিনীর প্রধান জেনারেল রাহিল শরিফ দাবি করেছেন যে, বিশ্বের বাকি অংশের সঙ্গে পাকিস্তানের যোগসূত্র আগের থেকেও অনেক জোরাল হয়েছে। একইসঙ্গে তাঁর দাবি, পাকিস্তান এখন অনেক বেশি শক্তিশালী। লাহৌরে ছয়দিনের প্রথম বিশ্ব ফিজিক্যাল এবিলিটি অ্যান্ড কমব্যাট এফিসিয়েন্সি সিস্টেম (পিএসিইএস)-র সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাহিল শরিফ এ কথা বলেছেন। সৌদি আরব, জর্ডন, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, রাশিয়া, তুরস্ক ও ইংল্যান্ড সহ বিশ্বের ১৮ টি দেশ পিএসিইএস-এ যোগ দিয়েছিল।
কাশ্মীরের উরিতে সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর পাকিস্তানকে একঘরে করার উদ্যোগ নেয় ভারত। ভারত বারেবারেই বলেছে, জঙ্গিদের মদত দিচ্ছে পাকিস্তান।
পাক সেনা প্রধান অবশ্য দাবি করেছেন, ‘জঙ্গিদের বিরুদ্ধে জার্ব-ই-আরব অভিযান পাকিস্তানে স্থিতিশীলতা ও সম্বৃদ্ধি এনেছে। তিনি বলেছেন, জার্ব-ই-আরব অভিযান শান্তির লক্ষ্যে যুদ্ধের একটা উদাহরণ। পাক-আফগান সীমান্তে জঙ্গি নেটওয়ার্ক ধ্বংসের ক্ষেত্রে দারুন সাফল্য পাওয়া গিয়েছে। ওইসব অঞ্চলে শান্তি ও সম্বৃদ্ধির পরিবেশ তৈরি হয়েছে। নৃশংস শত্রুদের বিরুদ্ধে জয়ী হয়ে পাকিস্তান অগ্রগতির পথে চলছে’।
রাহিল শরিফ আরও দাবি করেছেন, পাক সেনাবাহিনীর শারীকির ক্ষিপ্রতা এবং শত্রু মোকাবিলার দক্ষতা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাম্প্রতিক লড়াইয়ে প্রমাণিত হয়েছে।
প্রথম বিশ্ব পিএসিইএস প্রতিযোগিতাকে সম্পূর্ণ সফল বলেও মন্তব্য করেছেন পাক সেনা প্রধান।
পাকিস্তান আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, দাবি সেনা প্রধান রাহিল শরিফের
ABP Ananda, web desk
Updated at:
24 Oct 2016 10:01 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -