ইসলামাবাদ: পাকিস্তানের কোয়েটায় নিরাপত্তা বাহিনীর গাড়িতে বিস্ফোরণ। এতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে, আহত ৩০-এর কাছাকাছি।

বিস্ফোরণটি হয়েছে কোয়েটার অত্যন্ত সুরক্ষিত এলাকা বলে পরিচিত পিশিন বাস স্টপের কাছে একটি গাড়ি পার্কিং লটে। প্রচণ্ড শক্তিশালী এই বিস্ফোরণের আওয়াজ বহু দূর থেকে শোনা যায়। এতে যে আগুন ধরে যায়, তাতে পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি গাড়ি ও অটো রিকশা।

বালুচিস্তান প্রশাসন জানিয়েছে, ফ্রন্টিয়ার কোরের একটি ট্রাককে নিশানা করে জঙ্গিরা। কিন্তু কারা এই হামলা চালাল, এটি আত্মঘাতী হানা না এমনি বিস্ফোরণ তা এখনও জানা যায়নি।

বালুচিস্তানের কোয়েটা শহরে দীর্ঘদিন ধরে অশান্তি চলছে। জঙ্গি সন্ত্রাস যেমন চলছে পাশাপাশিই চলছে স্বাধীনতার লড়াই।