ওয়াশিংটন: উত্তর কোরিয়াকে ঘিরে আন্তর্জাতিক দুনিয়ায় যে পরমাণু সঙ্কট তৈরি হয়েছে, তা কমাতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। মন্তব্য করলেন মার্কিন প্যাসিফিক কম্যান্ডের কম্যান্ডার অ্যাডমিরাল হ্যারি হ্যারিস।

তিনি বলেছেন, দিল্লি পিয়ংইয়ংকে বোঝাতে পারে তাদের পরমাণু প্রকল্প গোটা বিশ্বের সামনে কতটা বিপদ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ভারতকেই ঠিক করতে হবে, তারা এই ইস্যুতে ঠিক কোন ভূমিকা নিতে চায়।

হ্যারিসের কথায়, দিল্লির মতামতের যথেষ্ট জোর রয়েছে। মানুষ তাদের গুরুত্ব দেন। তাই তারা যদি উত্তর কোরিয়াকে আমেরিকার উদ্বেগের বিষয়টা বোঝায় তাতে কাজ হতে পারে।

জুলাইতে উত্তর কোরিয়া দুটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করায় ওয়াশিংটনের রক্তচাপ বেড়েছে। পিয়ং ইয়ংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্বের মত সংগঠিত করার কাজে নেমেছে তারা। ভারতও ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিরোধিতা করেছে। এ বছরের শুরুতে উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছেদ করেছে তারা।