নিস (ফ্রান্স): ফ্রান্সের নিস শহরে জঙ্গি হামলায় নিহত অন্তত দুটি শিশু। জখম হয়ে হাসপাতালে ভর্তি আরও অন্তত ৫০টি শিশু। তাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হামলায় জখম হওয়ার পর অন্যান্যদের মতোই ওই দুটি শিশুকেও চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। কিন্তু অস্ত্রোপচার চলাকালীনই তাদের মৃত্যু হয়। আরও অনেক শিশুরই সুস্থ হয়ে ওঠা নিয়ে সংশয় রয়েছে।

 

অন্যদিকে, এই জঙ্গি হামলায় অন্তত দু জন মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সে দেশের বিদেশ দফতরের মুখপাত্র জন কিরবি। তিনি এই ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবার-পরিজনদের সমবেদনা জানিয়েছেন।

 

মার্কিন বিদেশ সচিব জন কেরি সিরিয়ার সঙ্গে আলোচনার জন্য এই মুহূর্তে রাশিয়ার রাজধানী মস্কোতে রয়েছেন। সেখান থেকেই তিনি নিসে দুই মার্কিন নাগরিকের নিহত হওয়া নিয়ে বিবৃতি দিয়েছেন। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে মার্কিন বিদেশ দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, প্যারিসের মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ ফ্রান্সে থাকা সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে। ফ্রান্সে থাকা সব মার্কিন নাগরিকের উচিত পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ করে খবর দেওয়া।