মেক্সিকো সিটি: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো। নিহত অন্ততপক্ষে ৩২।


মেক্সিকোর ভূতত্ত্ববিদেরা জানান, স্থানীয় সময় গতকাল রাতে প্রায় ১১টা ৫০ মিনিট নাগাদ ভূকম্প প্রথম অনুভূত হয়। কম্পনের উৎস ছিল মেক্সিকোর দক্ষিণপ্রান্তে অবস্থিত চিয়াপাস রাজ্যের উপকূলবর্তী শহর টোনালার ১০০ কিলোমিটার দূরে, সমুদ্রতল থেকে প্রায় ৭০ কিলোমিটার গভীরে। যে কারণে, প্রথমে সুনামি-সতর্কবার্তা জারি করা হয় প্রশাসনের তরফে।



মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৮.১। জানানো হয়েছে, গত ১০০ বছরে এত শক্তিশালী ভূমিকম্প মেক্সিকোয় অনুভূত হয়নি। বলা হয়েছে, ১৯৮৫ সালে এই একই মাত্রার ভূকম্পে কেঁপে উঠেছিল উত্তর আমেরিকার এই দেশ। সেবার ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।


খবরে প্রকাশ, এদিনের কম্পনের তীব্রতা এতটাই জোরাল ছিল যে তা ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত মেক্সিকো সিটিতেও অনুভূত হয়েছে। রাজধানীর বহু বাড়ি এদিন কেঁপে ওঠে, দুলতে থাকে।


শেষ খবর, সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওয়াক্সাকা প্রদেশের জুচিতান। সেখানে ১৭ জন মারা গিয়েছেন। এছাড়া, চিয়াপাসে তিনজন, তাবাস্কোতে ২ শিশুর মারা গিয়েছে।