কাবুল: কাবুলের একটি বিলাসবহুল অভিজাত হোটেলে মুম্বইয়ের আদলে জঙ্গি হামলায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন বিদেশিও আছেন বলে জানা গিয়েছে। টানা বারো ঘণ্টা নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলে। শেষপর্যন্ত আজ বিকেলে অন্তত ৪০ জন বিদেশি সহ ১৫০ জন পণবন্দিকে উদ্ধার করা হয়। তালিবান এই হামলার দায়স্বীকার করেছে তালিবান। অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তারক্ষীরা।
আফগানিস্তানের গোয়েন্দা সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, গতকাল রাতে আচমকা হোটেলে ঢুকে পড়ে গুলি চালাতে শুরু করে চার বন্দুকবাজ। তারা হোটেলটিতে থাকা লোকজনকে পণবন্দি করে ফেলে। এই হামলায় আতঙ্কিত হয়ে হোটেলের অতিথিরা এদিক ওদিক ছুটোছুটি শুরু করেন। হোটেলের একদিকে আগুন লেগে যায়। আফগানিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে দেখা যায়, হোটলটিতে আগুন ও কালো ধোঁয়া। অনেকে আতঙ্কিত হয়ে হোটেলের বারান্দা থেকে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। নিরাপত্তারক্ষীরা অভিযান শুরু করেন। গতকাল রাতেই হেলিকপ্টারে করে তাঁদের হোটেলটির ছাদে নামিয়ে দেওয়া হয়। আফগান নিরাপত্তা বাহিনীর গুলিতে চার হামলাকারীর মৃত্যু হয়।
আফগানিস্তানের টেলিকম বিভাগের আঞ্চলিক অধিকর্তা আজিজ তায়েব বলেছেন, ‘হামলার সময় আমি হোটেলেই ছিলাম। হঠাৎ গোলমাল শুরু হয়। আমি একটা থামের আড়ালে লুকিয়ে পড়ি। কিছুক্ষণ আগেও যাঁরা আনন্দে মাতোয়ারা ছিলেন, তাঁরাই ভয় পেয়ে পালাতে শুরু করেন। অনেকেরই গায়ে গুলি লাগে। তাঁরা লুটিয়ে পড়েন।’
আবদুল সাত্তার নামে অপর এক প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘যখন হামলা হয়, আমরা তখন রাতের খাবার খাচ্ছিলাম। জঙ্গিরা সেই ঘরে ঢুকে পড়ে। ওরা কয়েকজনকে পণবন্দি করে ফেলে এবং বাকিদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে।’
কাবুলের হোটেলে মুম্বইয়ের আদলে হামলা, নিহত অন্তত ৬, থামল গুলির লড়াই, দায়স্বীকার তালিবানের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Jan 2018 07:45 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -