রাষ্ট্রপুঞ্জ: আমেরিকা, ভারত, আফগানিস্তান তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয় দেওয়ার অভিযোগ তোলায় পাল্টা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কুলভূষণ যাদবের প্রসঙ্গ তুলল পাকিস্তান।
নিরাপত্তা পরিষদের সভায় রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত ভারতীয় দূত সৈয়দ আকবরউদ্দিন বলেন, পাকিস্তানকে মানসিকতা পাল্টে ভাল আর খারাপ জঙ্গির তুলনা টানা বন্ধ করতে হবে। সীমান্তের ওপারের মাটিতে নিরাপদ ঘাঁটি থেকে ছড়ানো সন্ত্রাসবাদের ফলে তৈরি হওয়া চ্যালেঞ্জের দিকে নজর দিতেও নিরাপত্তা পরিষদকে আবেদন জানায় ভারত। জবাবে গত বছরের মার্চে ধৃত ও পাকিস্তানে নাশকতা, চরবৃত্তির দায়ে সামরিক আদালতে দোষী সাব্যস্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর কমান্ডার কুলভূষণের প্রসঙ্গ তোলেন রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানি প্রতিনিধি মালিহা লোধি। বলেন, যারা মানসিকতা বদলের পরামর্শ দিচ্ছে, তারা নিজেদের দিকে তাকাক, আমার দেশের বিরুদ্ধে তাদের অন্তর্ঘাত ঘটানোর কথা মাথায় রাখুক, আমাদের হাতে এক ভারতীয় চরের ধরা পড়ার ঘটনা থেকেই যা প্রমাণিত। ভারত অবশ্য গোড়া থেকেই কুলভূষণের বিরুদ্ধে পাকিস্তানের অভিযোগ খারিজ করছে।
আমেরিকার তরফেও নিরাপত্তা পরিষদে জানানো হয়, তারা পাকিস্তানের সঙ্গে গভীর যোগাযোগ, বোঝাপড়া রেখেই চলতে চায়, কিন্তু পাকিস্তান সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয় দিতে থাকলে সেই সম্পর্ক সফল হতে পারে না। পাকিস্তানকে সংঘাত অবসানের চেষ্টায় সামিল হতে হবে। আফগান উপ বিদেশমন্ত্রী হেকমত খলিল কারজাইও সীমান্তের ওপারে অর্থাত্ পাকিস্তানে নিরাপদ জঙ্গি ঘাঁটি থাকার দাবি করেন।
যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে আফগানিস্তান নিয়ে বিতর্কে লোধির দাবি, ওদের দেশের ভিতরেই জঙ্গি ঘাঁটি রয়েছে, নিষিদ্ধ মাদক কারবার থেকেও অর্থ আসছে। ফলে সন্ত্রাসবাদ টিঁকে থাকার জন্য বাইরের মদত বা সমর্থন লাগে না। সুতরাং আফগানিস্তান, তার সঙ্গীদের, বিশেষত আমেরিকার সংঘাত নিরসনের দায় অন্যদের ঘাড়ে না চাপিয়ে আফগানিস্তানের অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলির মোকাবিলা করা প্রয়োজন। যারা মনে করছে, বাইরে জঙ্গিদের অভয়ারণ্য আছে, তাদের বাস্তবটা খতিয়ে দেখা উচিত।
যদিও লোধির বক্তব্যে সহমত হতে দেখা যায়নি দু ডজনের বেশি বক্তার কাউকে।
রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে আফগানিস্তান নিয়ে বিতর্কে কুলভূষণের প্রসঙ্গ তুলল পাকিস্তান
Web Desk, ABP Ananda
Updated at:
20 Jan 2018 07:51 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -