কাবুল: আফগানিস্তানে দু’টি পৃথক মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৭২ জনের মৃত্যু হল। জখম হয়েছেন অন্তত ৫৫ জন। কোনও জঙ্গিগোষ্ঠী এখনও পর্যন্ত এই দু’টি হামলার দায়স্বীকার করেনি। তবে অভিযোগের তীর তালিবান ও আইএস-এর দিকে।

কাবুলের পুলিশের মুখপাত্র আবদুল বশির মুজাহিদ বলেছেন, প্রথম হামলাটি হয় শুক্রবার সন্ধেবেলা। কাবুলের উপকণ্ঠে দশত-ই-বারচি অঞ্চলে ইমাম জামান মসজিদে প্রার্থনার জন্য জড়ো হয়েছিলেন শিয়া সম্প্রদায়ের লোকজন। সেখানেই হামলা চালায় এক আত্মঘাতী জঙ্গি। মৃত্যু হয় অন্তত ৩৯ জনের। নিহতদের মধ্যে মহিলা ও শিশুরাও আছে। এই হামলায় জখম হয়েছেন অন্তত ৪৫ জন। পুলিশ প্রথমে বলেছিল, এক বন্দুকবাজ মসজিদে ঢুকে নির্বিচারে গুলি চালিয়েছে। তবে পরে জানা যায়, আত্মঘাতী জঙ্গি হামলা হয়েছে।

আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী নাজিব দানিশ ট্যুইট করে বলেছেন, ‘বিস্ফোরণের সময় আমি শৌচাগারে ছিলাম। দ্রুত মসজিদের মধ্যে গিয়ে দেখি প্রার্থনারত ব্যক্তিদের দেহ রক্তে ভেসে যাচ্ছে। জখম হওয়া অনেকে পালিয়ে যাচ্ছিলেন। আমি একজনকে থামিয়ে বলি আমার সঙ্গে জখম ব্যক্তিদের সাহায্য করতে। কিন্তু সবাই ভয় পেয়ে গিয়েছিল। ওই অঞ্চলে পুলিশ ও অ্যাম্বুল্যান্স পৌঁছতে অন্তত এক ঘণ্টা সময় লাগে।’

দ্বিতীয় হামলাটি হয়েছে ঘোর প্রদেশের দোলানিয়া জেলায় একটি সুন্নি মসজিদে। আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১০ জন জখম হয়েছেন। নিহতদের মধ্যে এক পুলিশ আধিকারিকও আছেন।