বেজিং: সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর অনুষ্ঠানে বিভ্রাট। ভারতের তিরঙা পতাকা সহ লালকেল্লাকে লাহৌরের শালিমার গার্ডেন হিসেবে দেখানো হল পাকিস্তান ট্যাবলোতে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছেন আয়োজকরা। এসসিও-তে ভারত ও পাকিস্তানের অন্তর্ভূক্তি উপলক্ষ্যে বেজিং-এর সংগঠনের সদর দফতরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়াই, চিনে নিযুক্ত ভারতীয় দূত বিজয় গোখেল এবং পাক দূত মাসুদ খালিদ সহ এসসিও-র অন্য সদস্য দেশগুলির প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্য ওই অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকা সহ লালকেল্লাকে লাহৌরের শালিমার গার্ডেন হিসেবে দেখানোর ঘটনাটি চোখে পড়ে ভারত ও পাক কূটনীতিবিদদের । এই বিভ্রাটের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন এসসিও-র আধিকারিকরা। তাঁরা বলেছেন, ট্যাবলোগুলিতে ব্যবহৃত ছবি খতিয়ে দেখার কাজ সঠিকভাবে হয়নি।
গত সপ্তাহে আস্তানায় শীর্ষ সম্মেলনে ছয় সদস্যের এই সংগঠনের সদস্য করা হয়েছে ভারত ও পাকিস্তানকে। ভারত ও পাকিস্তান ছাড়াও এই সংগঠনের বাকি সদস্য দেশগুলি হল-চিন, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া, উজবেকিস্তান।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
এসসিও-র অনুষ্ঠানে ট্যাবলোতে লালকেল্লা পাকিস্তানে!
ABP Ananda, web desk
Updated at:
15 Jun 2017 02:35 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -